Advertisement
Advertisement

রিজার্ভ ব্যাংকের গভর্নর দুর্নীতিগ্রস্ত, দলের অস্বস্তি বাড়িয়ে মন্তব্য সুব্রহ্মণ্যম স্বামীর

রিজার্ভ ব্যাংকের নবনিযুক্ত গভর্নরকে নিয়ে চাপানউতোর৷

Subramanian Swamy attacked RBI governor
Published by: Sayani Sen
  • Posted:December 12, 2018 7:47 pm
  • Updated:December 13, 2018 9:58 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিক্ষাগত যোগ্যতা বলতে ইতিহাসে মাস্টার্স করেছিলেন তিনি৷ অর্থনীতির সঙ্গে সেভাবে কোনও সম্পর্ক ছিল না তাঁর৷ তা সত্ত্বেও উর্জিত প্যাটেলের পদত্যাগের পর রিজার্ভ ব্যাংকের নবনিযুক্ত গর্ভনর শক্তিকান্ত দাস৷ কেন্দ্রের এই সিদ্ধান্তকে ভাল চোখে দেখছেন না রাজনীতিকরা৷ বিজেপির অন্দরেই তৈরি হয়েছে চাপানউতোর৷ দলের অস্বস্তি বাড়িয়ে আরবিআইয়ের গভর্নরের বিরুদ্ধে তোপ দেগেছেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী৷

[রিজার্ভ ব্যাংকের নতুন গভর্নর হলেন শক্তিকান্ত দাস]

নোট বাতিলের সময় এই আমলাকে গোটা দেশ চিনে ফেলেছিলেন। মানুষের সমস্যা বুঝে নিয়মে বদল আনা হয়েছে বলেই সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন তিনি৷ উর্জিত প্যাটেলের পদত্যাগের ২৪ ঘণ্টার মধ্যে সেই শক্তিকান্ত দাসকেই রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ করে কেন্দ্র৷ অর্থনীতিবিদ নন তিনি৷ তবু শীর্ষ ব্যাংকের প্রধান পদে দুঁদে আমলার উপরেই ভরসা রেখেছে মোদি সরকার৷ এদিকে উর্জিতের পদত্যাগের পরের দিনই কেন্দ্রীয় সরকার নতুন গভর্নর নিয়োগ করে ফেলায় মাথাচাড়া দিয়েছে একাধিক প্রশ্ন। সরকার কি উর্জিতের পদত্যাগের সিদ্ধান্তের কথা আগে থেকেই জানত, প্রশ্ন তুলছেন অনেকেই৷ যদিও মোদির এই সিদ্ধান্তকে ভাল চোখে দেখছেন না বিজেপি নেতাদের একাংশ৷ অর্থনীতিবিদ না হওয়া সত্ত্বেও কেন এমন গুরুত্বপূর্ণ পদে বসানো হল তাঁকে, সেই প্রশ্ন তুলছেন কেউ কেউ৷ দলের অস্বস্তি বাড়িয়েছেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী৷ মোদির বিরুদ্ধে এক্কেবারে স্বজনপোষণের অভিযোগে সরব তিনি৷ তাঁর অভিযোগ, পি চিদম্বরমের সঙ্গে হাতে হাতে মিলিয়ে শক্তিকান্ত দাসও দুর্নীতি করেছেন৷ তা সত্ত্বেও শুধুমাত্র অরুণ জেটলির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক হওয়ায় এহেন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে শক্তিকান্তকে, মন্তব্য স্বামীর৷ 

Advertisement

[মুখ্যমন্ত্রী কে? অন্তর্দ্বন্দ্বের আশঙ্কায় দুই রাজ্যে রুদ্ধদ্বার বৈঠক কংগ্রেসের]

[রাজস্থানে পরাজিত ভারতের প্রথম গো-মন্ত্রী]

যদিও নীতি আয়োগের সিইও অমিতাভ কান্তের মতে, অর্থনীতিবিদ না হওয়া সত্ত্বেও শক্তিকান্তকে রিজার্ভ ব্যাংকের গর্ভনর হিসাবে বেছে নেওয়ার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের নেপথ্যে কারণ রয়েছে যথেষ্টই৷ অনেকের মতে, রিজার্ভ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর একজন অসাধারণ টিম লিডার৷ এমনকী, তাঁর ঐক্যমত্য তৈরির ক্ষমতাও নাকি দারুণ৷ কেন্দ্র-আরবিআই সংঘাতের আবহে তাই শক্তিকান্তের উপরেই নাকি ভরসা রেখেছে মোদি সরকার৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement