সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গণপিটুনি, গোরক্ষার নামে হিংসা ও ভুয়ো খবর রুখতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে রাজ্যগুলিকে সাত দিনের সময়সীমা দিল সুপ্রিম কোর্ট। রিপোর্ট জমা না দিলে প্রতিটি রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে শীর্ষ আদালতে হাজিরা দিতে হবে বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেই গাইডলাইন সরকারি ওয়েবসাইট ও অন্যান্য গণমাধ্যমেও প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে।
Sixteen states submitted their compliance report on lynching incidents. The Supreme Court today granted one week time to all states to implement Court’s earlier judgment which had laid down guidelines to prevent mob lynching incidents
— ANI (@ANI) September 7, 2018
শেষ এক বছরে নয়টি রাজ্যে ৩১টি হত্যার ঘটনায় উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট৷ জুলাই মাসেই রাজ্যগুলিকে অবিলম্বে ব্যবস্থা নেওয়া নির্দেশ দেয়। একইসঙ্গে প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এএম খানউইলকার এবং ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ গণপিটুনি আটকাতে কোনও নতুন আইন আনা যায় কি না, তা নিয়েও কেন্দ্রকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। ডিভিশন বেঞ্চ বলেছিল, এমন ঘটনা এড়াতে রাজ্য সরকার এবং কেন্দ্রকে পদক্ষেপ করতে হবে। কী পদক্ষেপ করা হচ্ছে তা জানাতে হবে আদালতকে। দেশের মাত্র নয়টি রাজ্য তা জানায়।
কেন্দ্র আদালতকে জানিয়েছে, এমন ঘটনা প্রতিরোধে ব্যবস্থা নিতে কিছু মন্ত্রীদের নিয়ে গ্রুপ অফ মিনিস্টার তৈরি করেছে। বুধবারই এই নিয়ে মন্ত্রিগোষ্ঠীর সঙ্গে বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। কেন্দ্র সম্ভাব্য নতুন আইন নিয়ে বৈঠক করলেও অধিকাংশ রাজ্যই এখনও কোনও রিপোর্ট জমা দেয়নি। শুধুমাত্র নয়টি রাজ্য এখনও পর্যন্ত নিজেদের রিপোর্ট জমা দিয়েছে শীর্ষ আদালতের কাছে। যা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট কড়া বার্তা পাঠালো রাজ্যগুলিকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.