Advertisement
Advertisement

Breaking News

বাঘের আতঙ্কে স্কুলে যেতে নারাজ পড়ুয়ারা

স্কুল যাওয়ার পথে শুধু বাঘই নয়, দেখা মেলে চিতাবাঘ, ভল্লুক, নেকড়ে বাঘ, এমনকী হায়নারও!

Students Not Willing To Go To School Due To Tiger Attack In Tamil Nadu
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 15, 2016 4:18 pm
  • Updated:August 15, 2016 4:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতার পর ৬৯ বছর পেরিয়ে গিয়েছে৷ কিন্তু এখনও কতটা সুরক্ষিত স্বাধীন ভারতের শিশুরা? স্কুলে যাওয়ার পথে যে কোনও সময় বাঘ আক্রমণ করতে পারে, প্রাণের ভয়ে তাই স্কুলে যেতেই নারাজ নীলগিরির মুদুমালাই জেলার একটি স্কুলের পড়ুয়ারা৷ ৪৫ জন শিশু রীতিমতো ভয়ে কাঁটা হয়ে রয়েছে, কারণ তাঁদের স্কুল যাওয়ার পথে শুধু বাঘই নয়, দেখা মেলে চিতাবাঘ, ভল্লুক, নেকড়ে বাঘ, এমনকী হায়নারও৷
প্রকৃতির পাঠশালা ঘেরা জীবন হলেও সেই জীবন বিপন্ন হওয়ার আশঙ্কায় নিজেদের ছেলেমেয়েকে স্কুলে পাঠাতে পারছেন না অভিভাবকরাও৷ তাই তামিলনাড়ু সরকারের তরফে তাঁদের নিরাপত্তার জন্য একটি নতুন জিপগাড়ির ব্যবস্থা করে দেওয়া হল৷ রাজ্যের স্কুল দফতরের শিক্ষামন্ত্রী বি বেঞ্জামিন বলেন, ছাত্রীদের জন্য আত্মরক্ষার বিশেষ পাঠও চালু হচ্ছে৷ যাতে আত্মবিশ্বাস বাড়ে, সেই ব্যবস্থাই করছেন তাঁরা৷ পঞ্চায়েত ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয়ে ১০০টি পরিবার বাস করে৷ পুলিয়ালাম, মুন্ডাকড়াই, মেলনাগাম পাল্লি, কাপ্পুর এই জায়গাগুলিতে বেশিরভাগই আদিবাসী সম্প্রদায়ের মানুষ বাস করেন৷ এদের মধ্যে অন্যতম কাট্টুনাইকের৷ শুধুমাত্র বাঘের ভয়ে স্কুলে যেতে চাইছিল না খুদে পড়ুয়ারা, তাই তাদের কথা ভেবেই একটা সুরক্ষিত জিপগাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়েছে৷
রাজ্য সরকারের মতে, পশ্চিমঘাট পর্বতমালার মুদুমালাই ব্যাঘ্র সংরক্ষণ দক্ষিণ ভারতের অন্যতম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র। তাই পশুদেরও যাতে কোনওরকম অসুবিধা না হয়, ভেবে দেখা হয়েছে সেই দিকটাও৷ ছাত্রীদের নিরাপত্তার সঙ্গে তাদের সম্পূর্ণ বেড়ে ওঠার দিকটিও ভেবে দেখছে স্কুল শিক্ষা পর্যদ৷ বিপদকে চেনা, তার মোকাবিলা করা, আত্মরক্ষা, আত্মবিশ্বাস তৈরি করা, সংযোগ ব্যবস্থার উন্নতি, শারীরিক সক্ষমতা তৈরির যাবতীয় পাঠ ক্যারাটে ও অন্যান্য মার্শাল আর্টের মাধ্যমে শেখানো শুরু হচ্ছে৷ প্রতিটি জেলায় সপ্তম ও অষ্টম শ্রেণির হাজার জন ছাত্রীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে৷ মোট ৩০ হাজার ছাত্রীকে এই প্রশিক্ষণের আওতায় আনা হবে বলে জানা গিয়েছে।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement