Advertisement
Advertisement

Breaking News

স্কুলে হাজিরা দিতে বলতে হবে জয় হিন্দ, নির্দেশিকা গুজরাট সরকারের

দেশপ্রেম জাগিয়ে তুলতেই এই সিদ্ধান্ত।

Student to say 'Jai Hind' during roll call
Published by: Subhajit Mandal
  • Posted:January 1, 2019 11:24 am
  • Updated:January 1, 2019 5:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কুলে রোল কলের সময় ‘ইয়েস স্যার’ বা ‘প্রেজেন্ট ম্যাডাম’ বলাটাই দস্তুর। উপস্থিতি জানান দিতে নিজ নিজ ভাষায় হাজিরা দেয় পড়ুয়ারা। কিন্তু এবার সেই নিয়মে বদল আনছে গুজরাট সরকার। নতুন বছরের প্রথম দিন থেকেই স্কুলে উপস্থিতি জানান দিতে বলতে হবে ‘জয় হিন্দ, জয় ভারত’। ইতিমধ্যেই জারি করা হয়েছে নির্দেশিকা।

বেশ কিছুদিন আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন মোদির রাজ্যের শিক্ষামন্ত্রী ভূপেন্দ্রসিন চুদাসমা। বেসরকারিভাবে রাজ্যের স্কুলগুলিতে এই ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত জানিয়েও দিয়েছিলেন। নিজের জেলার কয়েকটি স্কুলে পরীক্ষামূলকভাবে প্রক্রিয়া চালুও করেন। সেই প্রক্রিয়ার সাফল্যের পর এবার গোটা রাজ্যেই নয়া নিয়মাবলী চালুর সিদ্ধান্ত নিয়েছে গুজরাটের শিক্ষা দপ্তর। গুজরাট সরকারের তরফে ইতিমধ্যেই জেলায় জেলায় নির্দেশিকা পাঠানো হয়েছে। জানিয়ে দেওয়া হয়েছে, নতুন বছরের শুরু থেকেই প্রথম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের রোল নম্বর ধরে ডাকার সময় বলতে হবে জয় হিন্দ-জয় ভারত। শুধুমাত্র সরকারি স্কুল নয়, রাজ্যজুড়ে বেসরকারি স্কুলগুলিতেও চালু করতে হবে এই নিয়ম। নির্দেশিকায় বলা হয়েছে, ছাত্রছাত্রীদের মধ্যে দেশপ্রেমের ভাবনা জাগিয়ে তুলতে সাহায্য করবে এই পদ্ধতি।

Advertisement

[দুই রাজ্যে সমর্থন প্রত্যাহারের হুমকি মায়াবতীর, চাপে কংগ্রেস সরকার]

মূলত দেশপ্রেম জাগানোর লক্ষ্যে স্কুলে রোল কলের সময় জয় হিন্দ বলার নীতি চালু করা হলেও, এর মূল উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীদের একাংশ। অনেকে বলছেন, ‘‘এভাবে জোর করে কারও উপরে জাতীয়তাবাদ চাপিয়ে দেওয়া যায় না।’’ স্থানীয় এক কংগ্রেস নেতা বলছেন, ‘‘আসলে জাতীয়তাবাদের আড়ালে নিজেদের অ্যাজেন্ডার প্রচার করছে বিজেপি। জয় হিন্দ বলাটা খারাপ কিছু নয়। কিন্তু কোনওকিছুই কারও উপরে চাপিয়ে দেওয়া যায় না।’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement