Advertisement
Advertisement

Breaking News

Reels

রেললাইনে রিলস বানানোয় মত্ত তরুণী, পিষে দিয়ে গেল ট্রেন!

কোনওমতে প্রাণে বাঁচেন তাঁর বান্ধবী।

Student run over by train while filming Instagram reels in Roorkee

প্রতীকী ছবি

Published by: Biswadip Dey
  • Posted:May 3, 2024 7:01 pm
  • Updated:May 3, 2024 7:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেললাইনে রিলস বানাতে গিয়েছিলেন এক ইঞ্জিনিয়ারিং ছাত্রী। আর তখনই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা! ট্রেনের ধাক্কায় মৃত্যু হল ২০ বছরের তরুণের। উত্তরাখণ্ডের (Uttarakhand) রুরকিতে এমন দুর্ঘটনা ঘিরে শোকের ছায়া।

ঠিক কী হয়েছিল? পুলিশ জানাচ্ছে, রুরকির শিবপুরম অঞ্চলে পড়তে গিয়েছিলেন বৈশালী নামের ওই পড়ুয়া। তিনি রুরকির ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছিলেন। থাকতেন মামাবাড়িতে। গতকাল, বৃহস্পতিবার রিলস বানাতে রেললাইনের কাছে গিয়েছিলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন তাঁর বান্ধবী। কিন্তু তখনই ঘটে যায় দুর্ঘটনা। বার্মের এক্সপ্রেসের তলায় চাপা পড়েন তিনি। যদিও তাঁর বান্ধবী ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান। তিনিই খবর দেন মৃতা পড়ুয়ার পরিবারকে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, দেহ ময়নাতদন্তদের জন্য পাঠানো হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: কোভিশিল্ডই প্রাণ কেড়েছে তরুণী কন্যার! অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে আদালতে বাবা]

হরিদ্বারের পুলিশ এই ঘটনার পর সকলের কাছেই আর্জি জানিয়েছে, এভাবে জীবনের ঝুঁকি নিয়ে কেউ যেন রিলস বানানোর চেষ্টা না করেন। এক্স হ্যান্ডলে একটি পোস্টে তিনি লেখেন, ‘সোশাল মিডিয়ায় খ্যাতি পেতে তরুণ প্রজন্ম রোজ জীবনের ঝুঁকি নিয়ে রিলস বানাচ্ছে। আপনারা কি এই ভুল করেই যাবেন?’ প্রসঙ্গত, এই ধরনের দুর্ঘটনা সাম্প্রতিক অতীতে বার বার ঘটতে দেখা গিয়েছে। গত বছর ২০ বছরের এক তরুণী বন্ধুদের সঙ্গে রিলস বানাতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান ছত্তিশগড়ের বিলাসপুরে।

[আরও পড়ুন: ‘অসুর’-এর ঘাড়ে কোপ ‘মা কালী’র, কানপুরে মৃত্যুর কোলে ঢলে পড়ল কিশোর

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement