Advertisement
Advertisement
Class 12 Student

প্রবল মানসিক চাপের জের? দ্বাদশ শ্রেণির পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ পড়ুয়া, হাসপাতালে মৃত্যু

মৃত্যুর প্রকৃত কারণ এখনও অজানা।

Student fell sick during class 12 exam, dies in hospital | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 29, 2022 7:13 pm
  • Updated:March 29, 2022 7:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বাদশ শ্রেণির (Class 12) পরীক্ষা চলাকালীন মৃত্যু হল এক ছাত্রের। পরীক্ষা দিতে দিতেই অসুস্থ হয়ে পড়ে বছর সতেরোর ওই ছাত্র (Student)। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তার। মৃত ছাত্রের নাম মহম্মদ আমন আরিফ শেখ। সোমবার ঘটনাটি ঘটেছে গুজরাটের (Gujarat) গোমতীপুরে।প্রসঙ্গত, একটি কিডনি ছিল না আমনের।

ঠিক কি ঘটেছিল ওই পড়ুয়ার? সূত্রের খবর, বেলা তিনটে থেকে পরীক্ষা (Higher Secondary Board Exam) শুরু হয় আমনের। তিন ঘণ্টা ধরে পরীক্ষা হওয়ার কথা ছিল। পরীক্ষাকেন্দ্রের সিসিটিভি ফুটেজে দেখা যায়, বেলা সাড়ে চারটে নাগাদ বমি করতে শুরু করে সে। বমি হওয়া বন্ধ হলে চোখে মুখে জল দিয়ে আবার পরীক্ষা দিতে ফিরে আসে। কিন্তু তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। প্রচুর ঘাম হতে থাকে আমন।  ডেস্কে মাঠ নিচু করে বসে থাকে ওই পড়ুয়া। সেই দেখে পরীক্ষাকেন্দ্র থেকে অ্যাম্বুল্যান্স ডেকে পাঠানো হয়।

Advertisement

[আরও পড়ুন: প্রেমিকার বিয়ে ঠিক হয়েছে অন্যত্র, প্রতিশোধ নিতে তরুণীর বাড়িতে আগুন লাগিয়ে আত্মঘাতী যুবক]

হাসপাতালে পৌঁছে আমনের শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যায়। সারদাবেন হাসপাতালের তরফে জানানো হয়, “ওই রক্তচাপ স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি ছিল। পালসও খুবই অনিয়মিত ছিল।” আমনকে দ্রুত সুস্থ করে তোলার চেষ্টা শুরু করেন চিকিৎসকরা। হাসপাতালের এক সিনিয়র ডাক্তার জানান, “আমনকে সিপিআর দেওয়া হয়। ভেন্টিলেশনে নিয়ে গিয়ে দ্রুততার সঙ্গে তাকে প্রয়োজনীয় ওষুধ দেওয়ারও ব্যবস্থা করা হয়।” কিন্ত বিফলে যায় সব চেষ্টা। বিকেল সওয়া ছটা নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করে সে।

গুজরাটের উচ্চমাধ্যমিক (Higher Secondary Board) বোর্ডের তরফে এই ঘটনা নিয়ে গভীর শোক প্রকাশ করা হয়েছে। বোর্ডের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “এরকম ঘটনা এর আগে ঘটেনি কখনও। পরীক্ষা দিতে গিয়ে কেউ মারা গেছে, এটা সত্যিই নজিরবিহীন।”কী করে মৃত্যু হল আমনের, তা জানতে ময়নাতদন্তের সাহায্য নেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন, ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছেন আমনের মা বাবা।

[আরও পড়ুন: ‘সিনেমা নয়, কাশ্মীরি পণ্ডিতরা পুনর্বাসন চান’, ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে সরব কেজরিওয়াল]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement