Advertisement
Advertisement
Patna

পরীক্ষা দিয়ে বেরতেই হামলা, কলেজ ক্যাম্পাসেই পড়ুয়াকে পিটিয়ে খুন করল দুষ্কৃতীরা!

কলেজ চত্বরে নৃশংস খুনের ঘটনায় আতঙ্কে ছাত্ররা।

Student beaten to death inside Patna College campus

ছবি: সংগৃহীত।

Published by: Kishore Ghosh
  • Posted:May 28, 2024 10:06 am
  • Updated:May 28, 2024 10:38 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাটনা ল কলেজের (Patna Law College) মধ্যে পড়ুয়াকে পিটিয়ে খুন করল একদল দুষ্কৃতী। বিএন কলেজের ওই ছাত্র সোমবার ল কলেজে একটি পরীক্ষা দিতে এসেছিল। সেই পরীক্ষা দিয়ে বেরতেই তাঁর উপর হামলা হয় বলে অভিযোগ। কলেজ চত্বরে নৃশংস খুনের ঘটনায় আতঙ্কে ছাত্ররা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৈশালী জেলার বাসিন্দা ২২ বছরের হর্ষ কুমার। বিএন কলেজের ছাত্র তিনি। পরীক্ষা দিতে নির্দিষ্ট সময় পাটনা ল কলেজে পৌঁছন। নির্দিষ্ট সময়ের কিছুয়টা আগেই পরীক্ষার হল ছাড়েন। তখনই একদল দুষ্কৃতী হামলা চালায় হর্ষের উপরে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে পাটনা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। যদিও চিকিৎসকরা জানান ইতিমধ্যে মৃত্যু হয়েছে ছাত্রের।

Advertisement

 

[আরও পড়ুন: বিমানে বোমাতঙ্ক, রানওয়েতেই থমকাল বারাণসীগামী ইন্ডিগোর উড়ান]

কলেজ সূত্রে খবর, হর্ষ ছাত্র রাজনীতি করতেন। পুরনো শত্রুতা জেরেও এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। পাটনার অতিরিক্ত সুপারিনটেনডেন্ট অফ পুলিশ শরৎ আরএস জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীদের চিহ্নিত করতে কলেজ ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে। উত্তেজনার পরিস্থিতি তৈরি হওয়ায় ক্যাম্পাসে পুলিশ মোতায়েন কার হয়েছে।

 

[আরও পড়ুন: দুর্বল মঞ্চ ভেঙে বেসামাল রাহুল! লালুকন্যার হাত ধরে পড়তে পড়তে বাঁচলেন, ভিডিও ভাইরাল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement