Advertisement
Advertisement
Narendra Modi

‘সংখ্যাগরিষ্ঠ সরকার থাকলে সব সম্ভব’, মোদির প্রচারে হাতিয়ার মহিলা সংরক্ষণ বিল

মহিলা সুরক্ষা বিল নিয়ে প্রচার শুরু বিজেপির।

Strong, full-majority govt a must to take a nation forward: Modi at BJP HQ | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:September 22, 2023 2:22 pm
  • Updated:September 22, 2023 2:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলা সুরক্ষা বিলকে যে ২০২৪ লোকসভা নির্বাচনের প্রচারে বিজেপি বড় হাতিয়ার করতে চলছে, সেটা সংসদে বিল পেশ হওয়ার দিনই বোঝা গিয়েছিল। সংসদের দুই কক্ষে বিল পাশ হওয়ার পরদিনই সেই প্রচারের কাজে নেমে পড়ল গেরুয়া শিবির। বলা ভাল, নেমে পড়লেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

মহিলা সংরক্ষণ বিল পাশ হওয়ার পরদিনই বিজেপির সদর দপ্তরে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য বড়সড় আয়োজন করেছিল বিজেপি মহিলা মোর্চা। সেখানে মোদিকে ধন্যবাদ জানান বিজেপির মহিলা কর্মীরা। প্রধানমন্ত্রী নিজে আবার দলের সিনিয়র মহিলা কর্মীদের পা ছুঁয়ে প্রণাম করেন। সেই অনুস্থানেই মোদি দাবি করেন, এই মহিলা সুরক্ষা বিল পাশ করানোটা তাঁর জন্য রাজনৈতিক ইস্যু নয়। বরং বিপ্লবের সূচনা।

Advertisement

[আরও পড়ুন: আসন সমঝোতা নিয়ে কংগ্রেসের সঙ্গে আলোচনা চলবে, জানিয়ে দিলেন অভিষেক]

প্রধানমন্ত্রী বলেন,”গত ৩ দশক ধরে বিজেপি এই বিলটি পাশ করানোর চেষ্টা করছিল। আমরাই চাইছিলাম গণতন্ত্রে মহিলাদের অংশগ্রহণ যাতে সুনিশ্চিত করা যায়, সেটা নিশ্চিত করতে। সদিচ্ছা থাকলে সব সমস্যা মিটিয়ে ফেলা যায়। এই আইনকে প্রায় সব সাংসদ সমর্থন করেছেন, এটাও একটা রেকর্ড।”

[আরও পড়ুন: গোপন নজরদারি করেই ভারতের বিরুদ্ধে জঙ্গি খুনের অভিযোগ কানাডার! প্রকাশ্যে বিস্ফোরক রিপোর্ট]

মোদির দাবি, মহিলা সুরক্ষা বিল বুঝিয়ে দিল সদিচ্ছা এবং সংখ্যাগরিষ্ঠ সরকার থাকলে সব সম্ভব। প্রধানমন্ত্রীর বক্তব্য,”আমি দেশের সব মহিলাদের শুভেচ্ছা জানাতে চাই। ২০ এবং ২১ সেপ্টেম্বর ইতিহাসের সাক্ষী থেকেছে দেশ। এটা আমাদের সৌভাগ্য যে কোটি কোটি মানুষ আমাদের এই সুযোগ দিয়েছেন। এই মহিলা সুরক্ষা বিল প্রমাণ করল সংখ্যাগরিষ্ঠ সরকার থাকলেই কঠিন সিদ্ধান্ত নেওয়া সম্ভব। তাই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ সরকার, একটি শক্তিশালী সরকারই যেন এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ভার পায়, সেটা নিশ্চিত করতে হবে।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement