সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের নৃশংস পরিণতি ঘিরে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট শুরু করেছেন চিকিৎসকরা। এহেন পরিস্থিতিতে অভিনব প্রতিবাদের ডাক দিলেন দিল্লির রেসিডেন্ট চিকিৎসকরা। তাঁরা এবার স্বাস্থ্যমন্ত্রকের ভবনের সামনে ওপিডি পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছেন। সোমবার দিল্লির নির্মাণ ভবনের সামনে বেশ কয়েকজন চিকিৎসক থাকবেন। রোগীদের জন্য চিকিৎসা করবেন তাঁরাই। চিকিৎসকদের বিবৃতিতে জানানো হয়েছে, আন্দোলন-প্রতিবাদ সত্ত্বেও সুবিচার মিলছে না। সেই কারণেই প্রতিবাদ জানানোর এই পন্থা বেছে নেওয়া হয়েছে।
রবিবার দিল্লির রেসিডেন্ট চিকিৎসকদের অ্যাসোসিয়েশনের তরফে একটি বিবৃতি জারি করা হয়। সেখানেই জানানো হয়, হাসপাতাল নয়, বরং পথে বসে মানুষের সেবা করবেন তাঁরা। কারণ লাগাতার আন্দোলন সত্ত্বেও বিচার পাননি আর জি করের নির্যাতিতা। তাই চিকিৎসকদের ধর্মঘট চালিয়ে যাওয়া হবে। মেডিক্যাল কলেজের পঠনপাঠন থেকে শুরু করে ওপিডি পরিষেবা-সমস্ত কিছুই বন্ধ রাখা হবে। তবে এমারজেন্সি পরিষেবাগুলো চলবে হাসপাতালে। উল্লেখ্য, রবিবার সন্ধে পর্যন্ত দেশজুড়ে কর্মবিরতির ডাক দিয়েছিলেন চিকিৎসকরা। সোমবার থেকেও সেই প্রতিবাদ জারি রাখবেন তাঁরা।
প্রতিবাদের ভাষা হিসাবে এবার আংশিকভাবে ওপিডি চালু করার কথা ঘোষণা করেছেন দিল্লির চিকিৎসকরা। রাজধানীর বুকে নির্মাণ ভবনের সামনে পথে বসেই তাঁরা চিকিৎসা করবেন। স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার অবস্থা কতখানি বেহাল, সেই ছবি তুলে ধরতেই এমন প্রতিবাদের সিদ্ধান্ত। যেহেতু মানুষের সেবা করার শপথ নিয়ে তাঁরা কর্মক্ষেত্রে এসেছেন, সেই কথা মাথায় রেখেই প্রতীকী ওপিডির ব্যবস্থা করেছেন দিল্লির চিকিৎসকরা। তাঁদের একটাই দাবি, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করে বিশেষ আইন আনতে হবে সরকারকে। নির্মাণ ভবনের সামনে যেন চিকিৎসা করার সমস্ত পরিকাঠামোর ব্যবস্থা রাখা যায়, সরকারের কাছে সেই আবেদনও জানিয়েছেন চিকিৎসকরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.