Advertisement
Advertisement

প্রকাশ্যে যুবককে বেধড়ক মার পুলিশের, ভাইরাল ভিডিও ঘিরে উত্তেজনা দিল্লিতে

ঘটনার রিপোর্ট তলব করেছে স্বরাষ্ট্রমন্ত্রক৷

Street Fight Between Delhi Cops And Driver Who Pulled Out Sword
Published by: Tanujit Das
  • Posted:June 17, 2019 5:06 pm
  • Updated:June 17, 2019 5:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তলোয়ার উঁচিয়ে রাজপথ দাপিয়ে বেড়াচ্ছে এক ব্যক্তি৷ পুলিশকর্মীদের দিকে ছুটে ছুটে আসছে৷ বারবার পুলিশকে আঘাত করার চেষ্টা করছে৷ সশস্ত্র ওই ব্যক্তিকে নিরস্ত্র করার প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন ওই পুলিশকর্মীরা৷ শেষে, ওই ব্যক্তিকে বেধড়ক মারধর করছে পুলিশ৷ সম্প্রতি এমনই ভয়ংকর দৃশ্যের সাক্ষী থাকল দিল্লির মুখার্জি নগর এলাকা৷ ইতিমধ্যে যে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়৷ যাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে প্রবল আতঙ্ক৷ প্রশ্ন উঠেছে শহরের নিরাপত্তা এবং পুলিশের ভূমিকা নিয়ে৷ ঘটনার রিপোর্ট তলব করেছে স্বরাষ্ট্রমন্ত্রক৷

[ আরও পড়ুন: পথের দিশা পথেই, পরিবেশবান্ধব উপায়ে রাস্তা তৈরি করছে লখনউ উন্নয়ন পর্ষদ ]

Advertisement

জানা গিয়েছে, দিল্লির মুখার্জি নগর এলাকার ওই রাস্তায় পুলিশের গাড়ির সঙ্গে একটি গ্রামীণ সেবা কেন্দ্রের একটি টেম্পোর ধাক্কা লাগে৷ পুলিশের দাবি, বেপড়োয়া ভাবে টেম্পোটি চালাচ্ছিল চালক৷ যার নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের গাড়িতে এসে ধাক্কা মারে টেম্পোটি৷ রাস্তায় দাঁড়িয়ে থাকা দুই পুলিশ কর্মীর পায়ের উপর উঠে যায় টেম্পোর চাকা৷ এর ফলে গুরুতর জখম হন ওই পুলিশকর্মীরা৷ অভিযোগ, অন্যান্য পুলিশকর্মীরা ওই টেম্পোর চালককে আটক করতে গেলে, তাঁদের দিকে তলোয়ার উঁচিয়ে তেড়ে আসে অভিযুক্ত৷ তাড়া করতে থাকে পুলিশকর্মীদের৷ ওই চালককে অস্ত্র রেখে দিতে বলে পুলিশ৷ কিন্তু তাতে কোনও কাজ হয় না বলে অভিযোগ৷ অনেক পরে কৌশলে ওই ব্যক্তিকে নিরস্ত্র করেন পুলিশকর্মীরা৷

[ আরও পড়ুন: পানশালার অতিথিদের সঙ্গে যৌন সম্পর্কে ‘না’, প্রতিবাদ জানিয়ে হেনস্তার মুখে নর্তকী ]

পুলিশের বিরুদ্ধে পালটা মারধরের অভিযোগে সরব হয়েছে গ্রামীণ সেবা কেন্দ্রের ওই চালক৷ তার দাবি, মিথ্যা মামলা এবং গায়ের জোরে পুলিশ তাকে ফাঁসানোর চেষ্টা করেছে৷ তিনি প্রথমে পুলিশকে ভয় দেখাননি৷ বরং পুলিশ আগে তাকে বেধড়ক মারধর করেছে৷ তার উপর অকথ্য অত্যাচার চালিয়েছে৷ তারপর তিনি তলোয়ার বের করেছেন৷ নিজেকে রক্ষার খাতিরেই তার এই পদক্ষেপ৷ জানা গিয়েছে, সম্পূর্ণ ঘটনাটির ভিডিও করেছেন প্রত্যক্ষদর্শীরা৷ সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও৷ চালককে মারধরের ঘটনায় চিহ্নিত করা হয়েছে সহকারী সাব-ইন্সপেক্টর সঞ্জয় মালিক, দেবেন্দ্র এবং কনস্টেবল পুষ্পেন্দ্র৷ মারধরের ঘটনায় তাঁদের সাসপেন্ড করা হয়েছে৷ এমনকী, ঘটনার নিন্দা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ ঘটনার রিপোর্ট তলব করেছে স্বরাষ্ট্রমন্ত্রক৷ একজন সাধারণ মানুষকে পুলিশের এই মারধরের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে৷ 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement