Advertisement
Advertisement

Breaking News

Gujarat

ঘুমন্ত শিশুর উপরে ঝাঁপিয়ে পড়ল পথকুকুর! কামড়ে ক্ষতবিক্ষত ৬ বছরের ছোট্ট ছেলে

সোফা থেকে পা ধরে টেনে তাকে মেঝেতে ছুড়ে ফেলে কুকুরটি।

Stray dog attacked a 6-year-old boy in Gujarat

প্রতীকী ছবি

Published by: Biswadip Dey
  • Posted:August 1, 2024 10:14 pm
  • Updated:August 1, 2024 10:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৩ সালে প্রায় ৩০ লক্ষ ৫০ হাজার কুকুরে কামড়ের ঘটনা ঘটেছে দেশে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এমনই পরিসংখ্যান। এর মধ্যেই সামনে এল পথকুকুরের আরও এক হিংস্রতার ঘটনা। গুজরাটের সুরাটে ৬ বছরের এক শিশুকে ঘরে ঢুকে কামড়ে ক্ষতবিক্ষত করে দিল একটি কুকুর। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ভয়ংকর হামলার দৃশ্যটি।

ঠিক কী হয়েছিল? গত সোমবার, ২৯ জুলাই সুরাটের দিন্দোলি এলাকার সাই দর্শন অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে একটি পথকুকুর। সেখানেই একটি ঘরে ছিল ৬ বছরের ঘুমন্ত ছেলেটি। আচমকাই কুকুরটি তার পা ধরে টানতে থাকে। এবং সোফা থেকে মেঝেতে এনে ফেলে। এর পর একরত্তির মাথায় বার বার কামড়ে দিতে থাকে কুকুরটি। তার কান্নার শব্দ শুনতে পেয়ে এক ব্যক্তি সেখানে উপস্থিত হন। তিনিই কুকুরের কবল থেকে উদ্ধার করেন শিশুটিকে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিশুটির মাথায় ১৫টি সেলাই পড়েছে বলে জানা যাচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: ‘আমরা রিল বানাই না, কঠোর পরিশ্রম করি’, বিরোধীদের ‘রিল মিনিস্টার’ কটাক্ষের জবাব রেলমন্ত্রীর]

বাড়ির মালিক যোগেশ ভাই ঘটনাটি সম্পর্কে সংবাদমাধ্যমকে জানানোর সময় বলেন, ”গত ২৯ জুলাই এই ঘটনাটি ঘটেছে। বাড়ির পরিচারিকা ঘরের কাজ করছিলেন। তিনি তাঁর শিশুসন্তানকে সোফায় শুইয়ে দিয়ে গিয়েছিলেন। বাচ্চাটি ঘুমিয়ে পড়েছিল। আচমকাই কুকুরটি সেখানে প্রবেশ করে এবং তার উপরে ঝাঁপিয়ে পড়ে। আমি তখন রান্নাঘরে ছিলাম। কান্নার আওয়াজ পেয়েই দ্রুত ছুটে যাই বাচ্চাটির কাছে।”

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে বার বার খবরে এসেছে সারমেয়কুল। সে পোষ্যই হোক বা পথকুকুর। সম্প্রতি কেন্দ্রের এক পরিসংখ্যানে জানা গিয়েছে, ২০২৩ সালে এদেশে কুকুরের কামড়ে মৃত্যু হয়েছে ২৮৬ জনের। এরই পাশাপাশি অ্যান্টি-ব়্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে ৪৬.৫ লক্ষ।

[আরও পড়ুন: টিকিট চেকার থেকে অলিম্পিকে পদক, ধোনির পদাঙ্ক অনুসরণ করেই সাফল্য স্বপ্নিলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement