প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইরান ও ইজরায়েলের যুদ্ধের ধাক্কা সামলে এবার ঘুরে দাঁড়াল দালাল স্ট্রিট। মঙ্গলবার বাজার খোলার পর ৪০০ পয়েন্ট বেড়ে ৭৪ হাজারের গণ্ডি পার করল সেনসেক্স (Sensex)। পাল্লা দিয়ে বেড়েছে নিফটিও (Nifty)। এদিন বাজার খোলার পর ১১০ পয়েন্ট বেড়ে নিফটি পৌঁছে গিয়েছে ২২,৪৪৭তে। রিপোর্ট বলছে, বিএসইর মার্কেট ক্যাপিটাল পৌঁছে গিয়েছে ৪০০ লক্ষ কোটিতে। সবমিলিয়ে অতীতের ক্ষতি সামলে খুশির জোয়ার বিনিয়োগকারীদের মধ্যে।
রিপোর্ট বলছে, বিএসইর ২৯৬৬ টি শেয়ারের মধ্যে ২০৪০ টি শেয়ার ঊর্ধ্বগামী। অন্যদিকে, ৮২৮ টি শেয়ার রয়েছে রেড জোনে। ৯৮ টি শেয়ারে কোনওরকম পরিবর্তন চোখে পড়েনি। সেনসেক্সের রিপোর্ট বলছে, ৩০ টি শেয়ারের মধ্যে ২৪ টি শেয়ার ব্যাপকভাবে বেড়েছে। মাত্র ৬ টি শেয়ার রয়েছে রেড জোনে। যেসব শেয়ারে ব্যাপক বৃদ্ধি দেখা যাচ্ছে সেগুলি হল, এয়ারটেল, এইচসিএল টেক, এনটিপিসি, বাজাজ ফিনান্স, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক, টাইটান। পাশাপাশি রেড জোনে রয়েছে এল অ্যান্ড টি, পাওয়ার গ্রিড, অ্যাক্সিস ব্যাঙ্ক, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, আইসিআইসিআই ব্যাঙ্ক এবং ইন্ডাসইন্ড ব্যাঙ্ক।
তালিকায় পিছিয়ে নেই এনএসইও। এখানে ৫০ টি শেয়ারের মধ্যে ৩৩ টি শেয়ারে ব্যাপক উত্থান চোখে পড়েছে। অন্যদিকে, ১৬ টি শেয়ার রয়েছে রেড জোনে। এখানে বৃদ্ধির তালিকায় সর্বোচ্চ স্থানে রয়েছে এয়ারটেল। পাশাপাশি এইচসিএল, টাটা মোটোরসের মতো একাধিক শেয়ার হাসি ফুটিয়েছে বিনিয়োগকারিদের মুখে। নিফটির পতনশীল স্টকগুলির মধ্যে রয়েছে হিন্ডালকো, এইচডিএফসি লাইফ, পাওয়ারগ্রিড, টাটা কনজ্যুমারস এবং ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ।
বাজারে এই উত্থানের কারণ হিসেবে বিশেষজ্ঞদের অনুমান, যুদ্ধের ভীতি কাটিয়ে ধীরে ধীরে ক্ষত সারাচ্ছে বিশ্ব বাজার। গত সোমবার ব্যাপক উত্থান দেখা গিয়েছিল আমেরিকার শেয়ার বাজারে। যার প্রভাব পড়ে ভারতের বাজারেও। সোমবারের পর মঙ্গলবারও ঊর্ধ্বমুখী হল দেশের শেয়ার বাজার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.