Advertisement
Advertisement
এনপিআর

‘রাজ্য না চাইলে কেন্দ্রের লোক দিয়ে NPR হবে’, ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

ইতিমধ্যেই জনগণনার কাজ বন্ধ করেছে দিয়েছে রাজ্য সরকার।

States have no powers to refuse implementation of NPR
Published by: Subhajit Mandal
  • Posted:December 21, 2019 4:52 pm
  • Updated:December 21, 2019 5:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এনআরসির (NRC) প্রাথমিক পদক্ষেপ অর্থাৎ এনপিআর (NPR) নিয়ে ফের সংঘাতের পথে কেন্দ্র ও রাজ্য! ইতিমধ্যেই এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার (National Population Register) অর্থাৎ এনপিআরের কাজ বন্ধ হয়েছে। বাংলার দেখাদেখি কেরলেও বন্ধ রাখা হয়েছে এনপিআরের কাজ। কেন্দ্রকে একপ্রকার চ্যালেঞ্জ করেই এনপিআরের কাজ বন্ধ রেখেছে রাজ্য সরকার। কিন্তু, কেন্দ্রের তরফে সাফ জানিয়ে দেওয়া হল, এনপিআর নিয়ে রাজ্যের আপত্তি গ্রাহ্য করা হবে না। মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হল, কেন্দ্র চাইলে রাজ্যের অনিচ্ছা সত্ত্বেও এনপিআর হবে। প্রয়োজনে আলাদা করে লোক নিয়ে করা হবে জনসংখ্যার নিবন্ধন।

NRC-Assam_Web
ছবি: প্রতীকী


স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক একটি জাতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “কোনও রাজ্যের সরকার চাইলেও এনপিআর বন্ধ করতে পারবে না। এটা যদি একটা রাজ্য করে, তাহলে পরে অন্য রাজ্যও দাবি করবে, আমরা জনগণনা বন্ধ রাখব। কেন্দ্র চাইলে এনপিআরের কাজ করতেই হবে।” কেন্দ্রের ওই আধিকারিক জানিয়েছেন, রাজ্য যদি নিতান্তই সহযোগিতা না করে, সেক্ষেত্রে আলাদা করে লোক নিয়োগ করে এনপিআর করা হতে পারে। কিন্তু, জনগণনা বন্ধ রাখা হবে না। তিনি বলেন,”আমরা ভেবেছিলাম জেলাশাসককে দিয়েই কাজ করানো হবে। কিন্তু, এখন মনে হচ্ছে নতুন করে ভাবতে হবে। আইন বলছে, আলাদা করে বিজ্ঞপ্তি জারি করে লোক নিয়েও এনপিআরের কাজ করা যায়। তাছাড়া অনলাইনে আবেদনের মাধ্যমেও নাম নথিভুক্ত করানো যায়। “

Advertisement

[আরও পড়ুন: পাথর ছুঁড়ছে উন্মত্ত জনতা, তিরঙ্গা দেখিয়ে পুলিশকর্মীদের বাঁচালেন ‘সাত হিন্দুস্তানি’]


সংবিধানের সপ্তম তফসিলের দোহাই দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তারা বলছেন, সপ্তম তফসিলে তিনটি তালিকা আছে। একটি কেন্দ্রের তালিকা, একটি রাজ্যের তালিকা এবং একটি যৌথ তালিকা। নাগরিকত্ব, বিদেশনীতি, প্রতিরক্ষা, রেলের মতো বিষয়গুলি কেন্দ্রীয় তালিকার অন্তর্গত। তাই, নাগরিকত্ব ইস্যুতে যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু কেন্দ্রের। রাজ্যের নেই। কেন্দ্র চাইলে, রাজ্যও তা মানতে বাধ্য। যদি কোনও রাজ্য আইন না মানতে চায়, সেক্ষেত্রে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement