সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক দিন গড়িয়ে যাচ্ছে৷ প্রার্থী তালিকা প্রকাশ করে প্রচারও শুরু করে দিয়েছে বিরোধীরা৷ ঘোষণা তো দূর, এখনও একাধিক রাজ্যে প্রার্থী নির্বাচনই করে উঠতে পারেনি বিজেপি৷ ফলে যত দিন যাচ্ছে ততই দিন কমছে গেরুয়া শিবিরের৷ এই পরিস্থিতিতে বাংলা নিয়ে আলোচনার জন্য রবিবার দিলীপ ঘোষ-রাহুল সিনহাদের সঙ্গেও বৈঠকে বসছেন অমিত শাহ৷ এরাজ্যের ৪২ আসনের প্রার্থীদের নাম ইতিমধ্যে জমা পড়েছে কেন্দ্রীয় নেতৃত্বে কাছে৷ যে আসনে, যার জেতার ক্ষমতা প্রবল, সূত্রের খবর সেই ফর্মুলাতেই প্রার্থী নির্বাচন করবে কেন্দ্রীয় নেতৃত্ব৷
[নির্বাচনের আগে ফের ভাইরাল হার্দিক প্যাটেলের সেক্স ভিডিও! ]
এদিকে শনিবারও গভীর রাত পর্যন্ত প্রার্থীতালিকা নিয়ে আলোচনা করেছেন বিজেপির শীর্ষ নেতারা৷ নয়াদিল্লির সদর দপ্তরের সেই গভীর রাতের বৈঠকে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপির সভাপতি অমিত শাহ-সহ জাতীয় নির্বাচনী কমিটির সদস্যরা৷ জানা গিয়েছে, ওই বৈঠকে উত্তরপ্রদেশের ৮০ আসন ও পশ্চিমবঙ্গে ৪২ আসন নিয়ে কোনও আলোচনা হয়নি৷ এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য রবিবার নয়াদিল্লিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গেও বৈঠকে বসার কথা রয়েছে বিজেপি সভাপতি অমিত শাহের৷ উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গের নেতৃত্বের সঙ্গে আলোচনার পরেই গুরুত্বপূর্ণ বৈঠকে বসবে বিজেপির কোর কমিটি৷ এবং এরপর রবিবার অথবা সোমবার হতে পারে প্রথম ধাপের প্রার্থীতালিকা প্রকাশ৷
[২৮ বার হেরেও লোকসভায় প্রার্থী হচ্ছেন শ্যামবাবু]
সূত্রের খবর, শনিবার রাত ২টোয় হওয়া ওই বৈঠকে ১১ রাজ্যের প্রার্থী বাছাই চূড়ান্ত হয়েছে৷ বিহার, উত্তরাখণ্ড, অসম, অরুণাচল প্রদেশ, মণিপুর, ত্রিপুরা, অন্ধ্রপ্রদেশ, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র ও জম্মু কাশ্মীরের প্রার্থী তালিকা একপ্রকার নিশ্চিত করেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব৷ ওই ১১ রাজ্যে দলের রণকৌশল কী হবে, কেমন ভাবে প্রচার করা হবে, প্রচারের ইস্যু কী হবে, কোন কোন ইস্যুতে বিরোধীদের আক্রমণ করা হবে এবং সরকারের কোন বিষয়গুলিকে জনসমক্ষে তুলে ধরা হবে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে নয়াদিল্লি সূত্রে খবর৷ রাতের বৈঠকে হাজির ছিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী অরুণ জেটলি প্রমুখ৷
Delhi: Prime Minister Narendra Modi and BJP President Amit Shah hold Central Election Committee (CEC) meeting with Assam leaders pic.twitter.com/lTfGWzOnWn
— ANI (@ANI) March 16, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.