সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইঙ্গিত আগেই দিয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেই পথে হেঁটেই এবার ডুবন্ত ইয়েস ব্যাংককে বাঁচাতে আসরে নামল স্টেট ব্যাংক অব ইন্ডিয়া। ইয়েস ব্যাংকের ৪৯ শতাংশ শেয়ার কিনতে চলেছে এসবিআই(State Bank of India)। শনিবার এই সিদ্ধান্ত জানিয়েছেন এসবিআইয়ের চেয়ারম্যান রজনীশ কুমার।
শনিবার ইয়েস ব্যাংকের কর্ণধার রানা কাপুরকে কটাক্ষ করে এসবিআই চেয়ারম্যান রজনীশ কুমার বলেন,”রানা কাপুর একজন ব্যক্তি আর ইয়েস ব্যাংক একটি সংস্থা। যদি কোনও ব্যক্তি ভুল করে তাহলে তার দায় সংস্থার উপর বর্তায় না।” তিনি ঘোষণা করেন, ইয়েস ব্যাংককে বাঁচাতে তার ৪৯ শতাংশ শেয়ার কিনবে স্টেট ব্যাংক। এজন্য আপাতত ২ হাজার ৪৫০ কোটি টাকা বিনিয়োগ করবে এসবিআই। এ বিষয়ে রিজার্ভ ব্যাংককে সোমবার বিস্তারিত জানিয়ে দেবেন তাঁরা। স্টেট ব্যাংকের চেয়ারম্যান জানিয়ে দিয়েছেন, ইয়েস ব্যাংকের গ্রাহকদের চিন্তার কোনও কারণ নেই। প্রত্যেকের আমানত সুরক্ষিত। প্রাথমিকভাবে কিছুটা অসুবিধায় পড়তে হলেও, কারও টাকা নষ্ট হবে না।
একই সঙ্গে এসবিআই চেয়ারম্যান রজনীশ কুমার স্টেট ব্যাংকের গ্রাহকদের আশ্বস্ত করেছেন। তিনি জানিয়েছেন, “ইয়েস ব্যাংকে বিনিয়োগ করার ফলে স্টেট ব্যাংকের মূলধনের অনুপাতে কোনও প্রভাব পড়বে না। আমাদের এর জন্য বাজার থেকে নতুন করে মূলধন জোগাড় করারও প্রয়োজন হবে না। সরকারের কাছ থেকেও আমাদের অতিরিক্ত মূলধন তুলতে হবে না। তাছাড়া, আমার মনে হয় না ইয়েস ব্যাংকে আমাদের বিনিয়োগের পরিমাণ ১০ হাজার কোটি টাকার বেশি হবে।”
একই সঙ্গে ইয়েস ব্যাংক (Yes Bank) এবং এসবিআইয়ের সংযুক্তিকরণের সমস্ত সম্ভাবনা খারিজ করে দিয়েছেন রজনীশ কুমার। এসবিআই চেয়ারম্যান জানিয়েছেন, আপাতত শুধু অংশীদারিত্বই কেনা হচ্ছে। বেশ কিছু বিনিয়োগকারী ইতিমধ্যেই ইয়েস ব্যাংক কিনতে আগ্রহ দেখাচ্ছে। তবে, আগামী ৩ বছরে নিজেদের অংশীদারিত্ব কোনওভাবেই ২৬ শতাংশের নিচে নামাবে না স্টেট ব্যাংক। স্টেট ব্যাংকের পাশাপাশি রিজার্ভ ব্যাংকও ইয়েস ব্যাংকের সাহায্যার্থে এগিয়ে আসছে। ইয়েস ব্যাংককে মোট ৫ হাজার কোটি টাকা সাহায্য করবে আরবিআই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.