Advertisement
Advertisement
Udhayanidhi Stalin

পরিবারতন্ত্র! বাবা করুণানিধির পথে হেঁটে ছেলে উদয়নিধিকেই উপমুখ্যমন্ত্রী করলেন স্ট্যালিন

২০২২-এর ডিসেম্বরে প্রথমবার মন্ত্রিসভায় ঠাঁই পান উদয়নিধি।

MK Stalin son Udhayanidhi appointed deputy CM of Tamil Nadu
Published by: Kishore Ghosh
  • Posted:September 29, 2024 2:22 pm
  • Updated:September 29, 2024 2:56 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিবার, পরম্পরা, ক্ষমতা! ভারতীয় রাজনীতির চেনা সূত্র। দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতেও সেই ঐতিহ্য অব্যাহত রইল। দেড় দশক আগে এমকে করুণানিধি ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। ছেলে এমকে স্ট্যালিনকে নিজের রাজনৈতিক উত্তরাধিকারী চিহ্নিত করে উপমুখ্যমন্ত্রী পদে বসিয়েছিলেন প্রয়াত নেতা। সেই পথে হেঁটেই এবার ছেলে উদয়নিধিকে রাজ্যের উপমুখ্যমন্ত্রী করলেন স্ট্যালিন।

সাম্প্রতিক রদবদলে উদয়নিধি ছাড়াও সেনথিল বালাজিকেও মন্ত্রিসভায় স্থান দিয়েছেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন। যদিও বিরোধীদের বক্তব্য, পরিবারতন্ত্রই আসল কথা। ছেলের হাতে অতিরিক্ত ক্ষমতা দিতে তথা সিংহাসনের উত্তরসূরি ঠিক করতেই এই রদবদল আনলেন স্ট্যালিন।

Advertisement

২০২২-এর ডিসেম্বরে প্রথমবার স্ট্যালিন মন্ত্রিসভায় ঠাঁই পান উদয়নিধি। রাজ্যের ক্রীড়া আর উন্নয়ন দপ্তরের দায়িত্ব পান তিনি। এবার সরাসরি বাবার বদন্যতায় তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী হচ্ছেন তিনি। এইসঙ্গে মন্ত্রিসভায় ঠাঁই পাওয়া বালাজি নিয়েও বিতর্ক রয়েছে। চাকরি কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল এই ডিএমকে বিধায়কের। ইডির হাতে গ্রেপ্তারও হন তিনি। ১৫ মাস জেলবন্দি থাকার পর দিন দুয়েক আগেই ছাড়া পেয়েছেন।

জামিনে মুক্ত সেই বালাজিকে নিজের মন্ত্রিসভায় জায়গা দিলেন এমকে স্ট্যালিন। এমন ঘটনায় বিরোধীদের আক্রমণের মুখে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, রবিবার বিকেল সাড়ে ৩টে নাগাদ রাজভবনে হবে নতুন মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠান। যাতে করে পরিবার, পরম্পরা, ক্ষমতার একটি চক্র সম্পূর্ণ হবে।  

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement