Advertisement
Advertisement

Breaking News

Ram Mandir

রামের নিন্দা করতেই ভেঙে পড়ল মঞ্চ! প্রাক্তন সাংসদের দুর্ভোগের ভিডিও ভাইরাল

সব মিলিয়ে সাত থেকে আটজন ছিলেন মঞ্চে।

Stage collapses as Bihar leader criticises Ram Mandir। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:January 20, 2024 1:11 pm
  • Updated:January 20, 2024 1:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রামমন্দিরে (Ram Mandir) প্রাণপ্রতিষ্ঠার নিন্দা করছিলেন বক্তা। আর তখনই ঘটল বিপর্যয়। হুড়মুড় করে ভেঙে পড়ল মঞ্চ! বিহারের দিহুড়ি গ্রামে দেখা গেল এমনই দৃশ্য।

গয়ার ওই গ্রামে স্বাধীনতা সংগ্রামী কায়ুম আনসারির স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মঞ্চে ছিলেন প্রাক্তন সাংসদ আলি আনোয়ার আনসারি। এক বক্তা বক্তব্য় রাখার সময় রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠার নিন্দা করছিলেন। আর তখনই ভেঙে পড়ে মঞ্চ। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি।

Advertisement

[আরও পড়ুন: রামের অযোধ্যায় হোটেল পাচ্ছেন না খোদ লক্ষ্মণ, ‘ক্ষুব্ধ’ সুনীল! মন্দির উদ্বোধনের আগেই ফিরতে হচ্ছে?]

যাঁরা মঞ্চে ছিলেন তাঁরা সকলেই কমবেশি আহত হয়েছেন দুর্ঘটনায়। আলি আনোয়ারেরও অল্প চোট লেগেছে। সব মিলিয়ে সাত থেকে আটজন মঞ্চে ছিলেন বলে জানা গিয়েছে। এত দ্রুত মঞ্চ ভেঙে পড়ে যে তাঁরা কেউই নিজেদের বাঁচাতে পারেননি। সোজা মাটিতে পড়ে যান।

প্রসঙ্গত, আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন (Ayodhya Ram Temple)। রামলালার প্রাণপ্রতিষ্ঠার দিকে তাকিয়ে গোটা দেশ। গোটা দেশের ৭০টি শহরে পিভিআর আইনক্সের মোট ১৬০টি প্রেক্ষাগৃহে দেখা যাবে রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান। ২২ তারিখের অনুষ্ঠান ডিডি ন্যাশনালেও সরাসরি দেখা যাবে।

[আরও পড়ুন: রামমন্দিরে ৫০ কোটি অনুদান প্রভাসের? ‘আদিপুরুষ’ বিতর্কের ড্যামেজ কন্ট্রোল!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement