Advertisement
Advertisement

বাতিল দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান, ক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব

রাজনীতির গন্ধ পাচ্ছে তৃণমূল।

St. Stephen's College, Delhi scraps Mamta Banerjee’s invitation
Published by: Subhajit Mandal
  • Posted:July 28, 2018 4:37 pm
  • Updated:July 28, 2018 7:57 pm  

নন্দিতা রায়, নয়াদিল্লি: নির্ধারিত সূচি মতো নয়াদিল্লির সেন্ট স্টিফেন্স কলেজে বক্তব্য রাখছেন না এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির ওই কলেজটি মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। কলেজের তরফে জানানো হয়েছে, প্রোটোকল অনুযায়ী দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সামনে বক্তব্য রাখতে পারবেন না মমতা। সেন্ট স্টিফেন্সের অনুষ্ঠান বাতিল হলেও মমতার দিল্লি সফরে কোনও পরিবর্তন হচ্ছে না।

[অমিত শাহকে কালো পতাকা দেখানোর ‘শাস্তি’, ছাত্রীকে বেধড়ক পেটাল পুলিশ]

আগামী ১ আগস্ট দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজের পড়ুয়াদের সামনে বক্তব্য রাখার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল সূত্রের খবর, সেই অনুষ্ঠান বাতিল করতে চেয়ে মমতাকে একটি চিঠি লিখেছে কলেজ কর্তৃপক্ষ। অনুষ্ঠান বাতিল করতে হচ্ছে বলে দুঃখও প্রকাশ করে সেন্ট স্টিফেন্স কর্তৃপক্ষ। কলেজ কর্তৃপক্ষ এর পিছনে রাজনীতির গন্ধ  না পেলেও প্রতারণার গন্ধ পাচ্ছে তৃণমূল কংগ্রেস। দলের এক বর্ষীয়ান সাংসদ জানিয়েছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বিজেপি-আরএসএসকে নিদ্রাহীন রাত কাটাতে হচ্ছে, ওরা ওদের মতো চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে থামানোর, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে থামানো যাবে না।” ওই সাংসদ জানিয়েছেন, সেন্ট স্টিফেন্স অনুষ্ঠান বাতিল করলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর বাতিল হচ্ছে না। আগামী ৩১ জুলাই দিল্লিতে ভারতের বৃহত্তম খ্রিস্টান সংগঠন ‘দ্য ক্যাথলিক বিশপস অর্গানাইজেশন অব ইন্ডিয়া’ আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। মঙ্গলবারই সংসদে যাওয়ার কথা তৃণমূল কংগ্রেসের। বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বলবেন তিনি। মমতার দিল্লি সফর মানেই তাঁকে ঘিরে আবর্তিত হয় রাজধানীর রাজনীতি, এবারেও তেমনটাই হবে বলে আশা করছে রাজনৈতিক মহল।

Advertisement

[হাঁটু গেড়ে মুখ্যমন্ত্রী যোগীকে প্রণাম কর্তব্যরত পুলিশকর্মীর, নেটদুনিয়ায় বিতর্কের ঝড়]

গতমাসেই মুখ্যমন্ত্রীর চিন সফর বাতিল হয়েছিল। চিনা কর্তৃপক্ষের গাফিলতিতে। আগামী মাসে শিকাগোতে স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক ভাষণের বর্ষপূর্তি উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল মমতার। কিন্তু সে সফরও বাতিল করেছে আয়োজকরা। শিকাগো, বেজিংয়ের পর দিল্লির সফর বাতিল হওয়ায় রীতিমতো রাজনীতির গন্ধ পাচ্ছে তৃণমূল শিবির।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement