Advertisement
Advertisement
Ayodhya Ram Mandir

রামমন্দিরে চলল গুলি! মৃত SSF জওয়ান, অযোধ্যায় ব্যাপক আতঙ্ক

ঘটনাস্থলে পৌঁছেছেন আইজি, এসএসপি-সহ পুলিশের একাধিক শীর্ষ আধিকারিক।

SSF Jawan dies after being shot in Ayodhya Ram Mandir was posted near VIP gate
Published by: Amit Kumar Das
  • Posted:June 19, 2024 1:45 pm
  • Updated:June 19, 2024 4:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুলির শব্দে কেঁপে উঠল অযোধ্যার রামমন্দির। মন্দির চত্বর থেকে উদ্ধার হয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (SSF) এক জওয়ানের মৃতদেহ। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রামমন্দিরে(Ayodhya Ram Mandir)। গুলিতে আহত হয়েই ওই জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন আইজি, এসএসপি-সহ পুলিশের একাধিক শীর্ষ আধিকারিক। গোটা ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ভিভিআইপি রামমন্দিরে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে হঠাৎ গুলির শব্দ শোনা যায় রামমন্দির চত্বরে। মন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকা বাকি জওয়ানরা ঘটনাস্থলে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন এক জওয়ান। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, ২৫ বছর বয়সি ওই জওয়ানের নাম শত্রুঘ্ন বিশ্বকর্মা। তিনি উত্তরপ্রদেশের আম্বেদকর নগরের বাসিন্দা। ওই জওয়ান আত্মহত্যা করেছেন নাকি কেউ গুলি করে হত্যা করেছে তা এখনও স্পষ্ট নয়। পুলিশ আধিকারিকদের পাশাপাশি রামমন্দির চত্বরে পৌঁছেছেন ফরেনসিক আধিকারিকরা। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ক্যানসারে স্ত্রীর মৃত্যুতে শোকে মুহ্যমান, হাসপাতালেই আত্মঘাতী অসমের স্বরাষ্ট্র সচিব]

এদিকে ওই জওয়ানের বেশ কয়েকজন সহকর্মীর দাবি, গত কয়েকদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন শত্রুঘ্ন। তাঁর কথাবার্তায় তা বোঝা যাচ্ছিল। মৃত্যুর আগে মোবাইল নিয়ে কিছু একটা করছিলেন তিনি। তারপরই শোনা যায় গুলির শব্দ। তদন্তের খাতিরে মৃত জওয়ানের মোবাইলও বাজেয়াপ্ত করেছেন আধিকারিকরা। জানা গিয়েছে, রামমন্দিরের নিরাপত্তার লক্ষ্যে কয়েক বছর আগে স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ গঠন করেছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানেই ২০১৯ সালে রামমন্দিরের নিরাপত্তারক্ষী হিসেবে কাজ শুরু করেন শত্রুঘ্ন।

[আরও পড়ুন: কেরলের স্বাস্থ্যমন্ত্রীর কুয়েতে যাওয়া নিয়ে টালবাহানা কেন্দ্রের! ক্ষুব্ধ বিজয়নের চিঠি মোদিকে]

অবশ্য মন্দির চত্বরে এই ঘটনা প্রথমবার নয়। মাস তিনেক আগে মন্দির চত্বরেই নিজের বন্দুকের গুলিতে মৃত্যু হয়েছিলেন এক জওয়ানের। তদন্তে জানা যায়, বন্দুক পরিস্কার করার সময় দুর্ঘটনাবশত বন্দুক থেকে গুলি চলে, তাতেই গুরুতর আহত হয়ে মৃত্যু হয়েছিল ওই জওয়ানের। এর পর ফের নিরাপত্তারক্ষীর মৃত্যুর ঘটনা ঘটল রামমন্দিরে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement