সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গ, অসম-সহ একাধিক রাজ্যে নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে। এই অবস্থায় বড় পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রের ‘স্টাফ সিলেকশন কমিশন’ (এসএসসি)। নিয়োগ পরীক্ষায় জালিয়াতি রুখতে চাকরিপ্রার্থীদের আধারভিত্তিক বায়োমেট্রিক প্রমাণপত্র বাধ্যতামূলক করতে চলেছে এসএসসি। এর ফলে পরিচয় যাচাইকরণ প্রক্রিয়া স্বচ্ছ হবে বলে মনে করা হচ্ছে। আগামী মে মাসে এসএসসি পরীক্ষা রয়েছে। ঠিক তার আগে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।
অতীতে নিয়োগ পরীক্ষায় স্বেচ্ছায় আধার কার্ডের ব্যবহারের অনুমতি পেয়েছিল এসএসসি। যদিও এবার সমস্ত পরীক্ষার্থীর জন্য আধার কার্ডের ব্যবহার বাধ্যতামূলক হল। ইতিমধ্যে এই বিষয়ে বিজ্ঞাপন দিয়েছে এসএসসি। সেখানে বলা হয়েছে, পরীক্ষার্থীর পরিচয়ের প্রমাণপত্র হিসাবে আধার কার্ড লাগবেই। অনলাইনে বা অফলাইনে আবেদনপত্র পূরণের সময় অথবা পরীক্ষাকেন্দ্রে এসেও আধার কার্ড দেখিয়ে পরিচয়ের প্রমাণ দেওয়া যাবে। এসএসসি কর্তাদের দাবি, এই পদ্ধতিতে ভুয়ো পরীক্ষার্থী রোখা যাবে।
প্রসঙ্গত, এসএসসি প্রতি বছর দেশব্যাপী বেশ কয়েকটি নিয়োগ পরীক্ষার আয়োজন করে থাকে। আগামী মে মাসেই রয়েছে এসএসসি-র নিয়োগ পরীক্ষা। তার আগে আধার বাধ্যতামূলক করার বিষয়টি প্রকাশ্যে এল। ভবিষ্যতই বলবে আধার বাধ্যতামূলক হওয়ায় পরিচয় যাচাইয়ে সুবিধ হচ্ছে কতখানি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.