সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য মাতৃহারা হয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তাঁর পাশে গোটা দেশ। বাদ পড়েনি রূপালি জগতের তারকা থেকে বিদেশি রাজনীতিবিদরা। শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রীর পাশে থাকার বার্তা দিয়েছেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান, সলমন খান, অক্ষয় কুমাররা। টুইটারে শোকজ্ঞাপন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
টুইটারে শাহরুখ (Shahrukh Khan) লেখেন, “মাতৃহারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতি গভীর সমবেদন রইল। আমার পুরো পরিবারের প্রার্থনা আপনার সঙ্গে রয়েছে। ঈশ্বর ওঁর আত্মাকে শান্তি দিন।” সলমন খানও (Salman Khan) শোকপ্রকাশ করে লিখেছেন, মাকে হারানোর চেয়ে বড় দুঃখ আর নেই। আমি আপনার দুঃখটা অনুভব করতে পারছি। এই পরিস্থিতিতে ঈশ্বর আপনাকে শক্তি দিন।” টুইটারে শোক প্রকাশ করেছেন দক্ষিণের তারকা রজনীকান্ত, চিরঞ্জীবী, কমল হাসান থেকে বলিউড বর্ষীয়ান তারকা ধর্মেন্দ্র. অক্ষয় কুমার, অজয় দেবগনরা।
Heartfelt condolences to @narendramodi on the loss of his mother Heeraben ji. My family’s prayers are with you sir. May God bless her soul.
— Shah Rukh Khan (@iamsrk) December 31, 2022
Dear Hon. PM Shri Narendrabhai Modi, I can feel your pain as there is no greater loss than loosing one’s mother. May God give u strength at this hour of need .. @narendramodi
— Salman Khan (@BeingSalmanKhan) December 30, 2022
‘বন্ধু’ মোদির পাশে দাঁড়িয়েছেন আমেরিকার রাষ্ট্রপ্রধান জো বাইডেন (Joe Biden) ও তাঁর স্ত্রী। লিখেছেন, “জিল ও আমি গভীর সমবেদনা জানাচ্ছি। আমাদের প্রার্থনা সবসময় প্রধানমন্ত্রী মোদি ও তাঁর পরিবারের সঙ্গে রয়েছে।”
Jill and I send our deepest and heartfelt condolences to Prime Minister @narendramodi on the loss of his mother, Heeraben Modi.
Our prayers are with the Prime Minister and his family at this difficult time.
— President Biden (@POTUS) December 30, 2022
গত বুধবার ইউএন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ সেন্টারের মতো সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভরতি হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি (Heeraben Modi)। বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয় সুস্থ রয়েছেন তিনি। তবে শুক্রবার ভোররাত ঘড়ির কাঁটায় তখন সাড়ে তিনটে নাগাদ হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয় মৃত্যু হয়েছে হীরাবেন মোদির।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.