Advertisement
Advertisement

উপত্যকায় সেনা-জঙ্গি গুলির লড়াই, শহিদ ১ পুলিশ অফিসার

এখনও জারি তল্লাশি অভিযান৷

Srinagar: Policeman killed in Encounter
Published by: Sayani Sen
  • Posted:August 12, 2018 9:01 am
  • Updated:August 12, 2018 9:11 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও উত্তপ্ত উপত্যকা৷ এবার উত্তপ্ত শ্রীনগরের বাটামালু৷ সেনা ও জঙ্গি গুলির লড়াইয়ে এক পুলিশ অফিসার শহিদ হয়েছেন৷ দুজন সিআরপিএফ জওয়ান জখম হয়েছেন৷ স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের৷   

[বিজেপি নেতার মাল্যদানে ‘অপবিত্র’ আম্বেদকরের মূর্তি, শুদ্ধিকরণ দলিত আইনজীবীদের]

রবিবার সকালে গুলির আওয়াজে ঘুম ভাঙল উপত্যকাবাসীর৷ বাটামুলার দিয়ারওয়ানিতে আত্মগোপন করে আছে জঙ্গি, এই খবর পায় নিরাপত্তারক্ষীরা৷ সেই খবরের ভিত্তিতে শুরু হয় তল্লাশি অভিযান৷ গোটা এলাকা ঘিরে ফেলেন নিরাপত্তা কর্মীরা৷ এদিকে, নিরাপত্তা কর্মীরা জঙ্গলে আসার সঙ্গে সঙ্গেই গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা৷ পালটা জবাব দেয় নিরাপত্তা বাহিনী৷ সাত সকালে কাশ্মীরে শুরু হয়েছে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই৷ দুপক্ষের গুলির লড়াইয়ে এক পুলিশ অফিসার শহিদ হয়েছে বলে খবর৷ এছাড়া বেশ কিছু নিরাপত্তা কর্মী জখম হয়েছে বলে জানা গিয়েছে৷ এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী গুলি যুদ্ধে তিন পুলিশ কর্মী ও দু’জন সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন৷ তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ এখনও চলছে গুলির লড়াই৷ শ্রীনগরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে৷

Advertisement
[প্রয়োজন নেই কাগজের নথির, সরকারি কাজকর্ম এবার ডিজিটাল ডকুমেন্টেই]

এর আগে গত বৃহস্পতিবার বারামুলার রাফিয়াবাদে জঙ্গিরা ঘাঁটি গেড়ে রয়েছে বলে গোপনসূত্রে খবর পায় ভারতীয় সেনা৷ সেই অনুযায়ী ওই এলাকায় সেনা জওয়ানরা তল্লাশি অভিযানে নামে৷ তল্লাশি অভিযান চলাকালীন সেনাদের উপর হামলা চালায় জঙ্গিরা৷ শুরু হয় গুলি বিনিময়৷ মর্টার হামলায় চালায় জঙ্গিরা৷ পালটা জবাব দেয় ভারতীয় সেনা৷ দু’পক্ষের মধ্যে লড়াই চরম আকার নেয়৷ বুধবার পর্যন্ত চারজন জঙ্গিকে নিকেশ করে সেনা জওয়ানরা৷ খারাপ আবহাওয়ার কারণে ওই রাতে জঙ্গিদমন কর্মসূচি বিঘ্নিত হয়৷ বৃহস্পতিবার সকাল থেকে আবারও জঙ্গিদমন অভিযান শুরু হয়৷ তাতে আরও এক জঙ্গি নিকেশ হয়৷  

[ষষ্ঠ শ্রেণির পর থেকে বাধ্যতামূলক যোগশিক্ষা, নির্দেশিকা NCERT-র]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement