Advertisement
Advertisement

যুদ্ধের উস্কানি পাকিস্তানের, ধৃত পাক চর-সহ দুই জঙ্গি

ধৃত গুপ্তচরের সঙ্গে আইএসআই-এর নিয়মিত যোগাযোগ ছিল বলে জানতে পেরেছেন গোয়েন্দারা৷

Spy held for passing vital information on Army to Pakistan
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 22, 2016 2:47 pm
  • Updated:January 17, 2020 2:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সর্ষের মধ্যেই ভূত রয়েছে, নিশ্চিত ছিলেন পুলিশ ও গোয়েন্দারা৷ তাঁদের তৎপরতাতেই শনিবার জম্মু-কাশ্মীরের সাম্বায় ধরা পড়ল পাকিস্তানি গুপ্তচর৷ বোধরাজ নামে ওই গুপ্তচরের কাছ থেকে পাকিস্তানের দুটি সিম কার্ড, দুটি মোবাইল ফোন, মেমোরি কার্ড, নগদ ১৭১১ টাকা ও ভারতের সেনা ছাউনির মানচিত্র উদ্ধার হয়েছে৷ জম্মুর আরনিয়ার বাসিন্দা বোধরাজের সঙ্গে যে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর নিয়মিত যোগাযোগ ছিল তার প্রমাণও পেয়েছেন গোয়েন্দারা৷ জম্মু-কাশ্মীরে সীমান্তবর্তী এলাকার সেনাসংক্রান্ত গোপন তথ্য বোধরাজ পাচার করত৷ অন্যদিকে কাশ্মীরের বারামুলায় অভিযান চালিয়ে পাক সন্ত্রাসবাদী হাফিজ সঈদের দল জঈশ-ই-মহম্মদের দুই জঙ্গিকে পুলিশ গ্রেফতার করেছে৷ তাদের কাছ থেকে একটি একে-৪৭, একটি পিস্তল ও প্রচুর বিস্ফোরক পাওয়া গিয়েছে৷

সাম্বা পুলিশের এসএসপি যোগিন্দর সিং জানিয়েছেন, সেনাবাহিনীর গোয়েন্দা সূত্রে বোধরাজের খবর পাওয়া যায়৷ এই ভারতীয়ই যে পাকিস্তানকে গোপন তথ্য পাচার করছে তা অনুমান করছিলেন গোয়েন্দারা৷ বোধরাজকে চিহিত করার চেষ্টা চলছিল বেশ কিছুদিন ধরেই৷ সম্প্রতি জানা যায় সে সাম্বা জেলার রামগড় সেক্টরে আছে৷ আন্তর্জাতিক সীমার কাছে জেরদা গ্রামে বোধরাজকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়৷ পুলিশকে দেখেই সে দৌড়ে পালানোর চেষ্টা করে৷ পুলিশ তাড়া করে তাকে গ্রেফতার করে৷ জেরার মুখে পাকিস্তানের কয়েকটি সংস্থার সঙ্গে তার যোগাযোগের কথা স্বীকার করে নেয় বোধরাজ৷ তার বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) সংক্রান্ত আইনে মামলা দায়ের করা হয়েছে৷ বোধরাজের কাছ থেকে উদ্ধার হওয়া মানচিত্রে বেশ কিছু জায়গায় লাল কালি দিয়ে দাগ দেওয়া আছে৷ ওই সব স্থানে পাকিস্তান হামলা করার ছক কষেছে কি না তা বোধরাজকে জেরা করে জানছেন গোয়েন্দা কর্তারা৷

Advertisement

এর আগে গত আগস্টে রাজস্থান থেকে পাক গুপ্তচরকে গ্রেফতার করা হয়েছিল৷ এদিকে শনিবার সকালেও পুঞ্চ-সহ আরকে পুরা সেক্টরে পাক রেঞ্জাররা ভারতীয় জওয়ানদের লক্ষ্য করে গোলাবর্ষণ করে৷ সীমান্ত সংলগ্ন গ্রামের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া শুরু করেছে বিএসএফ৷ উরি সেক্টরে সেনা ছাউনিতে পাক জঙ্গিদের হামলার পর সীমান্তে এখন উত্তপ্ত পরিস্থিতি৷ শুক্রবারই জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলার হীরানগরে পাক রেঞ্জারদের গুলির পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী৷ সংঘর্ষে নিহত হয় সাত পাক রেঞ্জার৷ এদিকে আগামী দশদিনের মধ্যে পাকিস্তানের নতুন সেনাপ্রধান নিয়োগ করা হবে বলে ঘোষণা করেছে পাক সরকার৷ বর্তমান সেনাপ্রধান রাহিল শরিফ তাঁর ভারত বিদ্বেষী মনোভাবের জন্য পরিচিত৷ অবসরের ঠিক আগে তাই শরিফ কাশ্মীরে বড় রকমের হামলা চালানোর জন্য পাক সেনাকে নির্দেশ দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ সূত্রের খবর, রাহিল শরিফের উত্তরসূরি কে হবেন তা এখনও ঠিক হয়নি৷ তবে নিজের ঘনিষ্ঠ কাউকেই সেনাপ্রধান করতে চান পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement