Advertisement
Advertisement

ব্যাঙ্কের লাইনে প্রাক্তন প্রেমিক, উত্তমমধ্যম প্রেমিকার

ওই ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট কিছু বিষয়ে অভিযোগও গ্রহণ করেছে পুলিশ৷

 Spotting Ex-Lover In Bank Queue Woman has Beaten Him Up
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 25, 2016 3:49 pm
  • Updated:November 25, 2016 3:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবার বছর চারেক পর দেখা৷ প্রাক্তন প্রেমিকার সঙ্গে প্রেমিকের৷ তবে মোটেও তা নস্ট্যালজিয়ার মিঠে সুখে মোড়া হল না৷ বরং হল একেবারে উলটো৷ ব্যাঙ্কের লাইনে পুরনো প্রেমিককে দাঁড়িয়ে থাকতে দেখেই খেপে গেলেন এক মহিলা৷ আর তারপরই উত্তমমধ্যম৷

ঘটনা নাসিকের৷ বছর ৩৫-এর এক ভদ্রলোক দাঁড়িয়ে ছিলেন ব্যাঙ্কের লাইনে৷ সেখানেই তাঁকে দেখতে পান তাঁর প্রাক্তন প্রেমিকা৷ তিনিও ওই ব্যাঙ্কে নোট বদলাতে গিয়েছিলেন৷ পরিচিত মুখ দেখেই ফেরে পুরনো স্মৃতি৷ সে স্মৃতি মোটেও মধুর নয়৷ বছর চারেক আগে প্রেমিকের হাতে প্রত্যাখ্যাত হওয়ার জ্বালা ভুলতে পারেননি তিনি৷ সঙ্গে সঙ্গেই প্রায় ঠিক করে ফেলেন অ্যাকশন প্ল্যান৷ ডাক পাঠান পরিবারের লোকজনকে৷ তাঁরা আসতেই উত্তম-মাধ্যম দেন প্রাক্তন প্রেমিককে৷

Advertisement

ঘটনার খবর পেয়ে আসে পুলিশ৷ দু’জনকেই থানায় নিয়ে যাওয়া হয়৷ মহিলা জানান, চার বছর আগে প্রেমিকের ঠকানোর স্মৃতি তিনি ভুলতে পারেননি৷ তাই ব্যাঙ্কের লাইনে প্রাক্তন প্রেমিককে দেখে আর সংযত থাকতে পারেননি৷ অন্যদিকে, বেদম প্রহারে প্রায় রক্তাক্ত হয়ে পড়েন ওই ব্যক্তি৷ তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়৷ ওই ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট কিছু বিষয়ে অভিযোগও গ্রহণ করেছে পুলিশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement