সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। এমন খবরের জন্য মানসিকভাবে কেউই প্রস্তুত ছিলেন না। যে মানুষটা কয়েক ঘণ্টা আগেও সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ ছিলেন, তিনি নাকি আর নেই! বিষয়টা বিশ্বাস করাই কঠিন হয়ে পড়ছিল প্রত্যেকের কাছে। প্রিয় মন্ত্রী তথা অত্যন্ত ভাল মনের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ তাঁর গুণমুগ্ধরা। যে সোশ্যাল প্ল্যাটফর্মে তিনি ছিলেন দারুণ জনপ্রিয়, হয়ে উঠেছিলেন আমজনতার কাছের মানুষ, সেই টুইটারই এদিন ভাসল শোকবার্তায়। বিনোদন জগতের সেলেব থেকে ক্রীড়াদুনিয়ার তারকা, এমনকী পাকিস্তানের মন্ত্রীও তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।
Deeply saddened that Sushma Swaraj has passed away.Inspite of political differences we had an extremely cordial relationship. I was 1 of her Navratans as she called us during her I and B ministership and she gave industry status to film. Articulate sharp and accessible. RIP
— Azmi Shabana (@AzmiShabana) August 6, 2019
Saddened to hear about the sudden demise of Sushma Swaraj ji . May her soul rest in peace 🙏
— Anushka Sharma (@AnushkaSharma) August 6, 2019
I hail from Ambala Cantt, same as Sushma Swaraj ji. Always felt proud that a woman from our small town made it big, and made a difference. Sushma ji rest in peace. You inspired me on a personal level. #RIPSushmaSwarajJi
— Parineeti Chopra (@ParineetiChopra) August 6, 2019
দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণের খবর পাওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় লাইভ হয়ে নিজের শোক জ্ঞাপন করেন অভিনেতা অনুপম খের। সুষমা স্বরাজের সঙ্গে কাটানো সময়ের স্মৃতিচারণ করেন তিনি। অভিনেত্রী শাবানা আজমি লিখেছেন, সুষমার সঙ্গে তাঁর রাজনৈতিক মতোবিরোধ থাকলেও ব্যক্তিগত সম্পর্ক ছিল অত্যন্ত মজবুত।
জাভেদ আখতারের কথায়, “গানের জগতের মানুষের কাছেও প্রিয় ছিলেন আপনি। অন্যদের একেবারে আলাদা ছিলেন। আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব।” অনুষ্কা শর্মা, অর্জুন কাপুর, পরিনীতি চোপড়া থেকে বোমান ইরানি, রীতেশ দেশমুখ, সকলেই শোকাহত। পরিবারকে সহানুভূতি জানিয়েছেন প্রত্যেকেই। রীতেশ লিখেছেন, “বিশ্বের বড় শক্তির সামনেও মাথা উঁচু করে দাঁড়িয়ে ছিলেন আপনি।”
You stood tall amongst giants… #SushmaSwaraj ji .. we will miss you #WomanPower 🙏🏽🙏🏽 #Respect #Rip pic.twitter.com/KVXjbCDiXB
— Riteish Deshmukh (@Riteishd) August 6, 2019
— Anupam Kher (@AnupamPKher) August 6, 2019
ছবির জগতের পাশাপাশি খেলার দুনিয়ার মানুষগুলির সঙ্গে নিবিড় সম্পর্ক ছিল সুষমার। প্রাক্তন ভারতীয় তারকা বীরেন্দ্র শেহওয়াগ, মহম্মদ কাইফরা যেন বিশ্বাসই করতে পারছেন না তিনি আর নেই। হরভজন সিং, গৌতম গম্ভীর, সুরেশ রায়নারা তাঁর আত্মার শান্তি কামনা করেছেন।
I’m beyond aggrieved at the passing away of Smt. #SushmaSwaraj A veteran politician and a pillar of the BJP, she was loved by everyone. She will be remembered as the most endearing & helpful politicians of recent times. My condolences to her family and friends. A huge loss for 🇮🇳 pic.twitter.com/JdI0vPxRJP
— Gautam Gambhir (@GautamGambhir) August 6, 2019
Here in the West Indies and just heard the terrible news of passing away of #SushmaSwaraj ji. Condolences to her family, gone too soon 🙏🏼 pic.twitter.com/Mp2zRP6GBa
— Mohammad Kaif (@MohammadKaif) August 6, 2019
Heartfelt condolences to family and admirers of #SushmaSwaraj ji. Om Shanti 🙏🏼 pic.twitter.com/c3RTBJxgXe
— Virender Sehwag (@virendersehwag) August 6, 2019
দেশমাতৃকার সম্মানের প্রসঙ্গে সুষমা স্বরাজকে একচুলও সমঝোতা করতে দেখেননি কেউ। প্রয়োজনে বিপক্ষে গিয়েছেন দলের লাইনেরও। রাজনৈতিক দৃঢ়তা, এবং অসামান্য বগ্মিতা তাঁকে জনপ্রিয় করেছিল শত্রুদের মধ্যেও। তাই তো পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ হোসেনও দুঃখ প্রকাশ করে লেখেন, “সুষমা স্বরাজের পরিবারকে সহানুভূতি জানাই। ওঁর সঙ্গে টুইটারে বাকযুদ্ধটা মিস করব।”
Condolences to the family of Smt Sushma Swaraj, ll miss twitter melee with her, she was a giant in her own right, RIP https://t.co/MEVgLAK5jM
— Ch Fawad Hussain (@fawadchaudhry) August 6, 2019
Deeply saddened to hear about the passing away of Sushma Swaraj Ji.
— Sachin Tendulkar (@sachin_rt) August 7, 2019
May her soul rest in peace.
She was an icon of women empowerment and the one who cared for citizens from all corners of the world.
Sushma Ji on heavenly abode May almighty God grant peace to departed soul -🙏🙏 #sushmaswarajRIP pic.twitter.com/nGxYRverFj
— Saina Nehwal (@NSaina) August 7, 2019
Deeply saddened by the news of Sushma Ji’s demise, may her soul rest in peace. 🙏🏼
— Virat Kohli (@imVkohli) August 7, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.