Advertisement
Advertisement

Breaking News

Kashmir

ফের রক্তাক্ত কাশ্মীর, বুদগামে জঙ্গি হামলায় পুলিশ অফিসারের মৃত্যু, আহত ১

গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

SPO Dies, Brother Critical in Budgam Militant Attack। Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Biswadip Dey
  • Posted:March 27, 2022 8:51 am
  • Updated:March 27, 2022 9:23 am  

মাসুদ আহমেদ, শ্রীনগর: ফের কাশ্মীরে (Kashmir) জঙ্গি হামলা। শনিবার রাতে বুদগাম জেলায় জঙ্গিদের গুলিতে প্রাণ হারালেন এক পুলিশ আধিকারিক। গুরুতর আহত তাঁর ভাই। ঘটনার পরই ঘিরে ফেলা হয়েছে এলাকা। শুরু হয়েছে চিরুনি তল্লাশি। গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই ঘটনার পরে।

জানা গিয়েছে, নিহত এসপিওর নাম ইশফিক আহমেদ দার। তিনি ও তাঁর ভাই উমর আহমেদ দার বুদগামের ছাতাবাগের বাসিন্দা। গতকাল, শনিবার রাতের দিকে তাঁদের উপরে গুলি চালায় জঙ্গিরা। পুলিশ সূত্রে জানানো হয়েছে, দ্রুত দু’জনকেই নিকটবর্তী এসকেআইএমএস বেমিনা শ্রীনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইশফিককে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা। উমরের অবস্থা সংকটজনক। পুলিশ ইতিমধ্যেই একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালানো হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: আরও ৬ মাস বিনামূল্যে রেশন পাবেন ৮০ কোটি ভারতবাসী! বড় ঘোষণা মোদি সরকারের]

সম্প্রতি কাশ্মীরে চোরাগোপ্তা হামলা চালিয়েছে জঙ্গিরা। তখনও টার্গেট করা হচ্ছিল পুলিশকে তো কখনও হামলা হচ্ছিল জনবহুল এলাকায়। দিন কয়েক আগে প্রত্যাঘাত করে ভারতীয় সেনা (Indian Army)। ভিন্ন ভিন্ন তিনটি এনকাউন্টারে নিকেশ হয় ৪ জেহাদি। তাদের মধ্যে একদন পাক সন্ত্রাসবাদীও ছিল। আরও এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে কাশ্মীর পুলিশ (Kashmir Police)।

কয়েক দিন আগে কাশ্মীরের নওগ্রাম এলাকায় গা ঢাকা দিয়ে থাকা তিন লস্কর জেহাদিকে (LeT Terrorist) নিকেশ করেছে যৌথবাহিনী। সেই সময়ই কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার জানিয়েছিলেন, সম্প্রতি ভূস্বর্গে একাধিক পঞ্চায়েত সদস্য, সিআরপিএফ জওয়ান, পুলিশ কর্মীদের উপর হামলা চলছিল। সেই সমস্ত হামলার মূলচক্রী ছিল এই তিন জেহাদিই। কিন্তু এরপরও কাশ্মীরে জঙ্গিদের দৌরাত্ম্য যে চলছে, তা পরিষ্কার হয়ে গিয়েছে শনিবার রাতের ঘটনায়। পুলিশ এই ধরনের হামলা রুখতে তৎপর। বিভিন্ন এলাকায় তল্লাশিও চালানো হচ্ছে।

[আরও পড়ুন: ‘ওখানে দেশবিরোধী তৈরি হয়’, এবার কর্ণাটকের সব মাদ্রাসা বন্ধের আরজি বিজেপি বিধায়কের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement