Advertisement
Advertisement

‘জঙ্গি’ বুরহানের বাবার সঙ্গে বৈঠক ধর্মগুরুর!

এই সাক্ষাৎ কাশ্মীরে শান্তি ফেরানোর পথে সহায়ক হবে কি না, সে প্রশ্নই ঘোরাফেরা করছে বিভিন্ন মহলে৷

Spiritual guru Sri Sri Ravi Shankar met terrorist Burhan Wani's father
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 28, 2016 11:11 am
  • Updated:August 28, 2016 11:11 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে বুরহান ওয়ানির মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল কাশ্মীর, তার বাবা মুজফফর ওয়ানির সঙ্গে বৈঠক করলেন ধর্মগুর শ্রী শ্রী রবিশংকর৷ মৃত হিজবুল জঙ্গির বাবার সঙ্গে তাঁর ছবি তিনি টুইট করেছেন নিজেই৷ তাঁর সংস্থা আর্ট অফ লিভিং ফাউন্ডেশনের পক্ষ থেকেও তা নিশ্চিত করা হয়েছে৷

হিজবুল মুজাহিদিন গোষ্ঠীর এই জঙ্গি আজাদ কাশ্মীরের ডাক তুলে এক শ্রেণির মানুষের কাছে প্রায় নায়কে পরিণত হয়েছিলেন৷ তার মৃত্যুর পর থেকেই তাই বিক্ষোভে প্রতিবাদে উত্তাল উপত্যকা৷ সেনা ও পুলিশকে কঠোর হতে হয়েছে বাধ্য হয়েই৷ সেনার ছররা বন্দুকে আহত হয়েছেন সাধারণ কাশ্মীরিরাও৷ তা নিয়ে বয়ে গিয়েছে সমালোচনার ঢেউ৷ বেশ কিছুদিন পেরলেও কাশ্মীর সমস্যা সমাধানের রফাসূত্র এখনও খুঁজে চলেছে প্রশাসন৷ শনিবার মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে জানিয়েছেন, আলোচনার জন্য তাঁকে সুযোগ দিতে৷ এমন পরিস্থিতিতে ধর্মগুরুর সঙ্গে মৃত জঙ্গির বাবার বৈঠক নিয়ে জল্পনা দানা বেঁধেছে নানা মহলে৷

Advertisement

কেন এই সাক্ষাৎ? বুরহানের বাবা জানাচ্ছেন, চিকিৎসার প্রয়োজনেই তিনি ধর্মগুরুর আশ্রমে এসেছিলেন৷ কয়েকটি ওষুধ নিয়ে ফিরে যাচ্ছেন৷ শ্রী শ্রী রবিশংকরের সঙ্গে তাঁর মিনিট পাঁচেকের মতো কথা হয়েছে৷  ধর্মগুরু নিজে অবশ্য জানাচ্ছেন, তাঁদের বেশ কিছু বিষয় নিয়ে আলাপ-আলোচনা হয়েছে৷ এই সাক্ষাৎ কাশ্মীরে শান্তি ফেরানোর পথে সহায়ক হবে কি না, সে প্রশ্নই ঘোরাফেরা করছে বিভিন্ন মহলে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement