Advertisement
Advertisement

স্বঘোষিত ধর্মগুরু ভাইয়ুজি মহারাজের রহস্যমৃত্যু, ধন্দে পুলিশ

আত্মহত্যা নাকি খুন, শুরু হয়েছে তদন্ত৷

Spiritual Guru Bhaiyyu Maharaj shoots self in Madhya Pradesh
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 12, 2018 4:48 pm
  • Updated:June 12, 2018 4:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রহস্যজনক ভাবে মৃ্ত্যু হল স্বঘোষিত ধর্মগুরু ভাইয়ুজি মহারাজের৷ মঙ্গলবার সকালে মধ্যপ্রদেশে নিজের বাড়িতেই গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এই ধর্মগুরুকে৷ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে ঘোষণা করেন চিকিৎসকরা৷ ইতিমধ্যেই মৃত্যু নিয়ে তৈরি হয়েছে জল্পনা৷ আত্মহত্যা না খুন, তদন্ত করছে পুলিশ৷

[দিনের পর দিন শিষ্যাকে ধর্ষণ, অভিযুক্ত দিল্লির শনিধামের ‘দাতি’ মহারাজ]

জানা গিয়েছে, মঙ্গলবার মধ্যপ্রদেশে নিজের বাড়িতেই ছিলেন স্বঘোষিত ধর্মগুরু ভাইয়ুজি মহারাজ৷ কিছুক্ষণ পরে নিজের ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করতেন তিনি৷ কিন্তু তার আগেই ঘটে যায় দুর্ঘটনা৷ ঘরের মধ্যেই গুলিবিদ্ধ অবস্থায় পরে থাকতে দেখা যায় ধর্মগুরুকে৷ সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় ইন্দোরের বম্বে হসপিটালে৷ কিন্তু কোনও লাভ হয়নি৷ চিকিৎসকরা জানিয়ে দেয় অনেক দেরি হয়ে গিয়েছে৷ আগেই মৃত্যু হয়েছে মহারাজের৷ মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সেই খবর৷ ইন্দোরের ওই হাসপাতালের বাইরে ভিড় জামতে শুরু করে ভাইয়ুজির অগণিত ভক্তকূল৷ তবে এই মৃত্যু নিয়ে দানা বাঁধতে শুরু করেছে রহস্য৷ পুলিশ সূত্রে খবর, আত্মহত্যা নাকি খুন সেই বিষয়ে তদন্ত করে দেখা হয়েছে৷ তবে গুলিতেই মৃত্যু হয়েছে এবিষয়টি স্পষ্ট৷

[১৯ বছর পর বাবার ব্যাটালিয়নেই যোগ কারগিল শহিদের পুত্রের]

জানা গিয়েছে স্বঘোষিত ধর্মগুরু ভাইয়ুজি মহারাজ বরাবরই ছিলেন ক্ষমতার অলিন্দে৷ গত এপ্রিল মাসে তাঁকে রাজ্যের প্রতিমন্ত্রী করতে চায় মধ্যপ্রদেশ সরকার৷ তবে সেই প্রস্তাব নাকচ করে দেন তিনি৷ জানান, মানুষের কাজ করার জন্য কোনও পদের প্রয়োজন হয় না৷ জমিদারের ছেলে ভাইয়ুজি মহারাজ প্রথম জীবনে একজন ফ্যাশন মডেল হিসাবে কাজ করতেন৷ পরে তিনি ধর্মগুরু হন৷ বিলাসবহুল ছিল তাঁর জীবনযাপন পদ্ধতি৷ তাঁর ভক্ত তালিকায় ছিলেন বিখ্যাত সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব, শিল্পপতি ও সেলিব্রিটিরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement