Advertisement
Advertisement
Coronavirus COVID 19

দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬০ লাখের দোরগোড়ায়, সুস্থ ৪৯ লক্ষেরও বেশি

দেশে ফের দৈনিক আক্রান্তের থেকে বেশি করোনাজয়ীর সংখ্যা।

Coronavirus in Bengali News: Spike of 88,600 new COVID19 cases & 1,124 deaths reported in India
Published by: Subhajit Mandal
  • Posted:September 27, 2020 10:00 am
  • Updated:October 1, 2020 2:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে করোনার গ্রাফ নিম্নমুখী হচ্ছে। গত কয়েকদিনের পরিসংখ্যান সেদিকেই ইঙ্গিত করেছে। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে দৈনিক আক্রান্তের তুলনায় অনেকটাই বেশি হচ্ছে করোনাজয়ীর সংখ্যা। ব্যতিক্রম হল না শনিবারও। গত ২৪ ঘণ্টায় আরও একবার নতুন করোনা আক্রান্তের থেকে সুস্থ হলেন অনেক বেশি মানুষ।

রবিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৮৮ হাজার ৬০০ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা গতকালের থেকে হাজার তিনেক বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ লক্ষ ৯২ হাজার ৫৩৩ জন। আক্রান্তের সংখ্যার পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সামান্য বেড়েছে দৈনিক মৃতের সংখ্যাও। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ১২৪ জনের। ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৪ হাজার ৫০৩ জন।

[আরও পড়ুন: ‘টপ সিক্রেট’ ফর্মুলায় তৈরি করোনা টিকা! ‘জাল’ ভ্যাকসিন বিক্রি করে মহাবিপাকে যুবক]

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯১ হাজারের বেশি মানুষ। ফের আক্রান্তের তুলনায় অনেকটা বেশি সুস্থতার সংখ্যা। এই মুহূর্তে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ৪৯ লক্ষ ৪১ হাজার ৬২৮ জন। সক্রিয় রোগীর সংখ্যা ৯ লক্ষ ৫৬ হাজার ৪০২। লাগাতার নতুন আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা বেশি হওয়াটাকে বেশ সন্তোষজনক বলেই দাবি করছে দেশের স্বাস্থ্যমন্ত্রক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement