Advertisement
Advertisement
করোনা ভাইরাস

দেশে ফের উদ্বেগজনকভাবে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও

আতঙ্কের মধ্যেও স্বস্তি দিচ্ছে সুস্থতার হার।

Spike of 6,535 new COVID19 cases and 146 deaths in the last 24 hours.
Published by: Subhajit Mandal
  • Posted:May 26, 2020 9:35 am
  • Updated:May 26, 2020 9:35 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা চারদিন রেকর্ড গড়ার পর মঙ্গলবার কিছুটা কমল করোনা সংক্রমণ বৃদ্ধির হার। তবে, সংখ্যাটা এখনও উদ্বেগের। কারণ, গত ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রমণ বেড়েছে ৬ হাজারের বেশি। এবং উদ্বেগজনকভাবে বেড়েছে মৃতের সংখ্যাটাও।

[আরও পড়ুন: শেষ দেখা হল না, ছেলে দেশে ফেরার আগেই কোয়ারেন্টাইনে প্রাণ হারালেন মা]

মঙ্গলবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, দেশে একদিনে COVID-19 সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৫৩৫ জন। এর ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৫ হাজার ৩৮০ জনে। সংক্রমণের নিরিখে ভারত বিশ্বের মধ্যে দশম স্থানে থাকলেও, নবম স্থানে থাকা তুরস্কের থেকে অনেক দ্রুতহারে বাড়ছে এদেশের সংক্রমণ। যা রীতিমতো উদ্বেগজনক। এদিকে সংক্রমণের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৪৬ জনের। ফলে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১৪৬ জনে। তবে আতঙ্কের মধ্যে কিঞ্চিৎ স্বস্তির খবর, দেশে দ্রত হারে বাড়ছে সুস্থতার হারও। এখনও পর্যন্ত ৬০ হাজার ৪৯০ জন পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। দেশে এখন সক্রিয় অর্থাৎ চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ৮০ হাজার ৭২২ জন।

[আরও পড়ুন: হার মানলেন ‘যোদ্ধা’, করোনার কবলে মৃত খোদ AIIMS`র সাফাই বিভাগের পর্যবেক্ষক]

উল্লেখ্য, গত বৃহস্পতিবার নতুন করে ৫ হাজার ৬০৯ জনের শরীরে থাবা বসিয়েছিল করোনা। শুক্রবার অতীতের সব রেকর্ড ভেঙে একলাফে নতুন করে ৬ হাজার ৮৮ জনের শরীরে মেলে মারণ ভাইরাস। শনিবার দেশে করোনা সংক্রমিত হন ৬ হাজার ৬৫৪ জন। রবিবার সংক্রমিতের সংখ্যাটা আরও বাড়ে। মোট ৬ হাজার ৭৬৭ জন করোনা আক্রান্ত হন। সোমবার আবারও অতীতের সব রেকর্ড ভেঙে দেয় আক্রান্তের সংখ্যা। মোট ৬ হাজার ৯৭৭ জন আক্রান্ত হন। টানা চারদিনের রেকর্ডের পর আজ কিছুটা কমেছে সংক্রমণ।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement