ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুক্ষণ আগেই লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী বলছিলেন,”আমরা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। করোনা সবাইকে থামিয়ে দিয়েছে।” হ্যাঁ, প্রধানমন্ত্রী ঠিকই বলেছেন। ৭৪ তম স্বাধীনতা দিবসে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী যখন আত্মনির্ভর ভারতের স্বপ্ন দেখাচ্ছেন, তখন ভারতের পক্ষে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল এই মহামারী। কারণ, সামাজিক দুরত্ববিধি, মাস্ক পরা, সরকারি সচেতনতা, কোনও কিছুতেই এর গতিতে লাগাম পরানো যাচ্ছে না। স্বাধীনতা দিবসের সকালেও করোনা একাধিক অনভিপ্রেত রেকর্ড গড়ে ফেলেছে। শুধু গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৫ হাজারের বেশি।
Spike of 65,002 cases and 996 deaths reported in India, in the last 24 hours.
The #COVID19 tally in the country rises to 25,26,193 including 6,68,220 active cases, 18,08,937 discharged/migrated & 49,036 deaths: Ministry of Health and Family Welfare pic.twitter.com/mWu8IZ8XN3
— ANI (@ANI) August 15, 2020
স্বাধীনতা দিবসের সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৬৫ হাজার ২ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা কিনা গতকালের থেকে সামান্য বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ লক্ষ ২৬ হাজার ১৯৩ জন। এদের মধ্যে ১৮ লক্ষ ৮ হাজার ৯৩৭ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় সাড়ে ৫৭ হাজারেরও বেশি মানুষ সুস্থ হয়েছেন। ১৫ আগস্টের সকালে এটিই খানিকটা স্বস্তির খবর। তবে, দেশে এখনও ৬ লক্ষ ৬৮ হাজার ২২০ জন করোনা রোগী চিকিৎসাধীন। সংক্রমণের নিরিখে এখনও বিশ্বে তৃতীয় স্থানে ভারত। তবে শুধু আগস্ট মাসের সংক্রমণের নিরিখে আমেরিকা এবং ব্রাজিলকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে এদেশ।
গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যাও বেড়েছে উদ্বেগজনক হারে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, একদিনে দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৯৯৬ জন। এর ফলে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৪৮ হাজার ৪০ জনে। যদিও মৃত্যুর হারে এখনও বিশ্বের অনেক দেশের তুলনায় ভাল জায়গায় আছে ভারত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.