Advertisement
Advertisement

Breaking News

করোনা ভাইরাস

ফের একদিনে করোনা সংক্রমিতের সংখ্যায় বড়সড় বৃদ্ধি, দেশে মোট আক্রান্ত পেরল সাড়ে ১১ লক্ষ

মৃতের সংখ্যা পেরল ২৮ হাজার।

Spike of 37,148 COVID-19 cases and 587 deaths reported in India
Published by: Subhajit Mandal
  • Posted:July 21, 2020 9:29 am
  • Updated:July 21, 2020 9:31 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল সাড়ে ১১ লক্ষের গণ্ডি। আনলক শুরু হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই রেকর্ড হারে সংক্রমণ হয়েছে। সোমবারই নতুন করে করোনা আক্রান্ত হয়েছিলেন ৪০ হাজারের বেশি। সে তুলনায় মঙ্গলবার সংখ্যাটা খানিকটা কমেছে। তবে, উদ্বেগ কমেনি বিন্দুমাত্র। গত ২৪ ঘণ্টায় দেশে COVID-19 আক্রান্ত হয়েছেন ৩৭ হাজারেরও বেশি মানুষ।

মঙ্গলবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৭ হাজার ১৪৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লক্ষ ৫৫ হাজার ১৯১ জন। এদের মধ্যে ৭ লক্ষ ২৪ হাজার ৫৭৮ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনও চিকিৎসাধীন ৪ লক্ষ ২ হাজার ৫২৯ জন। সংক্রমণের নিরিখে এখনও বিশ্বে তৃতীয় স্থানে ভারত। উপরে শুধুমাত্র আমেরিকা এবং ব্রাজিল।

[আরও পড়ুন: করোনা আবহে যাত্রী সংখ্যা কমার জের, ১০ শতাংশ কর্মী ছাঁটাই করছে ইন্ডিগো]

আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৫৮৭ জন। এর ফলে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ২৮ হাজার ৮৪ জনে। ক্রমশ মৃত্যুর সংখ্যা বৃদ্ধি চিন্তায় রাখছে চিকিৎসকদের। এদিকে গত কয়েক সপ্তাহে উল্লেখযোগ্য হারে বেড়েছে করোনা পরীক্ষার সংখ্যাও। ইতিমধ্যেই দেশে ১ কোটি ৪৩ লক্ষের বেশি মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩ লক্ষ ৩৩ হাজারের বেশি মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement