Advertisement
Advertisement
Spicjet

মাঝ আকাশে বিপত্তি, দুবাইগামী দিল্লির বিমানের জরুরি অবতরণ করাচিতে

কেমন আছেন বিমানের যাত্রীরা?

SpiceJet SG-11 flight from Delhi to Dubai makes an emergency landing in Karachi। Sangbad Pratidin

প্রতীকী ছবি

Published by: Biswadip Dey
  • Posted:July 5, 2022 1:38 pm
  • Updated:July 5, 2022 1:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যান্ত্রিক গোলযোগের কারণে দিল্লি থেকে দুবাইগামী (Dubai) স্পাইসজেট (SpiceJet) বিমানসংস্থার একটি যাত্রীবাহী বিমানকে জরুরি অবতরণ করতে হল পাকিস্তানের করাচি বিমানবন্দরে। জানা গিয়েছে, বিমানের ভিতরে থাকা সমস্ত যাত্রীই সুরক্ষিত অবস্থায় রয়েছেন। সংবাদ সংস্থা এএনআই সূত্রে একথা জানা গিয়েছে।

স্পাইসজেটের মুখপাত্র এএনআইকে জানিয়েছেন, SG-11 বিমানটি আকাশে ওড়ার কিছু পরেই সেটিতে গোলযোগ দেখা যায়। বিমানটি যখন মাঝ আকাশে, তখনই বিমানকর্মীরা দেখতে পান, সেটির বাঁ দিকের ট্যাঙ্ক থেকে ধোঁয়া বেরচ্ছে। তবে মূল ট্যাঙ্ক থেকে কোনও ধোঁয়া বেরচ্ছিল না।

Advertisement

পরিস্থিতি ক্রমেই ভীতিপ্রদ হয়ে ওঠে। দেখা যায়, বিমানটির জ্বালানি দ্রুত ফুরিয়ে যাচ্ছে। এরপরই বিমানটির জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও ইন্ডিকেটর লাইটের সমস্যাও ছিল বলে জানা গিয়েছে।

[আরও পড়ুন: হিন্দু দেবদেবীর ছবি দেওয়া কাগজে মুড়ে মাংস বিক্রি, হাজতে যোগী রাজ্যের প্রৌঢ়]

এও জানা গিয়েছে, বিমানটির অবতরণে কোনও রকম সমস্যা হয়নি। মসৃণ ভাবেই অবতরণ করে সেটি। যাত্রীদের বিমান থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের বিকল্প বিমানে করাচি থেকে দুবাই পৌঁছে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

[আরও পড়ুন: উদ্ধবের সঙ্গে সন্ধির বার্তা? আদিত্য ঠাকরের বিধায়ক পদ বাতিলে পদক্ষেপ করছে না মহারাষ্ট্র সরকার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement