প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার ভোরে ভয়াবহ দুর্ঘটনার (Accident) সাক্ষী হল তামিলনাড়ু (Tamil Nadu)। হাইওয়েতে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে বেপরোয়া গতিতে ধাক্কা মারে একটি গাড়ি। তাতেই এক শিশু-সহ ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আশঙ্কাজনক আরও দু’জন। সকলেই ওই গাড়িটিতে ছিলেন। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভরতি করেছে পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে সালেম-ইরোদ হাইওয়েতে। বুধবার ভোর চারটে নাগাদ রাস্তার এক পাশে দাঁড়িয়ে থাকা একটি লরিতে সজোরে ধাক্কা মারে গাড়িটি। বেপরোয়া গতির কারণে লরির তলায় ঢুকে যায় বড়সড় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৬ জনের। খবর পেয়ে পৌঁছায় পুলিশ। আহত ২ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ জানিয়েছে একই পরিবার ৮ সদস্য সালেম-ইরোদ হাইওয়ে হয়ে পেরুন্দিরাই যাচ্ছিল। মাঝপথে দুর্ঘটনা ঘটে। মৃতদের নাম সেলভারাজ, মঞ্জুলা, অরুমুগাম, পালানিসামি, পাপ্পাথি। এছাড়াও এক বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন স্টিয়ারিংয়ে থাকা ভিগনেশ এবং প্রিয়া। তাঁদের হাসপাতালে ভরতি করা হয়েছে। মৃতদের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।পুলিশের প্রাথমিক অনুমান, বেপরোয়া গতির কারণেই ভয়ংকর দুর্ঘটনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.