সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার কি তাহলে ভারত-পাক যুদ্ধ শুরু হয়ে গেল? জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে জম্মু-কাশ্মীরের প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে গুলি ছুড়েছে পাক সেনা। পালটা জবাব দিয়েছে ভারতও। গুলির লড়াইয়ে এখনও কোনও হতাহতের খবর মেলেনি। উল্লেখ্য, পহেলগাঁও হামলার পরেই শিমলা চুক্তি বাতিল করেছে পাকিস্তান। ফলে দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতি কার্যত আর নেই।
ভারতীয় সেনার তরফে এই গুলির লড়াই নিয়ে কিছু জানানো হয়নি। তবে সূত্র মারফত জানা গিয়েছে, নিয়ন্ত্রণরেখার খুব কাছে এসে আচমকাই গুলি চালাতে শুরু করে পাকিস্তান। সঙ্গে সঙ্গে পালটা জবাব দিয়েছে ভারত। তবে খুব তীব্র মাত্রায় গুলি চলেনি। খুব বেশিক্ষণ ধরেও গুলির লড়াই চলেনি দু’পক্ষে। অনুমান করা হচ্ছে, এটি স্পেকুলেটিভ ফায়ারিংয়ের ঘটনা। অর্থাৎ ভারতীয় সেনার নজর অন্যদিকে ঘোরানোর জন্যই সামান্য গুলি চালিয়েছে পাকিস্তান। প্রশ্ন উঠছে, তাহলে কি ভারতে জঙ্গিদের প্রবেশের সুযোগ করে দিতেই এই পদক্ষেপ পাক সেনার?
উল্লেখ্য, ২৬ জনের রক্তে ভেসেছে ভূস্বর্গ। পহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গিদের হামলার প্রতিবাদে ফুঁসছে ভারত। ইতিমধ্যেই পাকিস্তানের উপর ‘কূটনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক’ করেছে নয়াদিল্লি। সিন্ধু জলচুক্তি বাতিল করছে ভারত। এছাড়াও বন্ধ ওয়াঘা-আটারি সীমান্ত। পাকিস্তানিদের ভিসা বাতিল করা হবে এবং বর্তমানে যেসব পাকিস্তানিরা ভারতে রয়েছেন তাঁদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে। এছাড়াও ভারত এবং পাকিস্তান-দুই দেশের হাই কমিশন থেকেই সরিয়ে নেওয়া হবে সামরিক পরামর্শদাতাদের।
যদিও সর্বদল বৈঠকে কেন্দ্র স্বীকার করেছে যে পহেলগাঁওয়ে নিরাপত্তার গাফিলতি ছিল। গোয়েন্দাদের অনুমতি না নিয়ে সম্ভবত পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছিল বৈসরণ উপত্যকা। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, কোথাও তো গাফিলতি হয়েছিল। সেই গলদ খুঁজে বের করতে হবে। অন্যদিকে, সীমান্তে সেনা সংখ্যা বাড়াচ্ছে পাকিস্তানও। সূত্রের খবর, রাওয়ালপিন্ডির সেনাঘাঁটিকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় বাড়ছে পাক সেনার সংখ্যা। এহেন পরিস্থিতিতে সীমান্তে গুলি চালাল পাক সেনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.