সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাথির পর লাথি। পালাবার উপায় নেই। কেননা প্রতিবন্ধী হওয়ার কারণে সে ক্ষমতাও নেই। হাতজোড় করে বারবার ক্ষমা চেয়েও মিলল না পরিত্রাণ। মোবাইল চোর সন্দেহে এক প্রতিবন্ধী যুবককে বেধড়ক মারধর করল রেল পুলিশ।
ঘটনা ওড়িশার বালাসোর স্টেশনের। সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। দেখা যাচ্ছে, এক প্রতিবন্ধী যুবককে বেধড়ক লাথি মারছেন রেল পুলিশরা। যাত্রীদের মোবাইল চুরির অভিযোগ উঠেছিল ওই যুবকের বিরুদ্ধে। কিন্তু কোনওরকম পরীক্ষা, জিজ্ঞাসাবাদ ছাড়াই তাঁকে মারধর করা হয়। এমনকী তাঁকে কোথাও নিয়েও যাওয়া হয়নি। বিনা বাক্যব্যয়ে লাথি মেরে চলে যান ওই অফিসাররা।
প্রতিবন্ধী যুবকের এই হেনস্তার ঘটনায় ইতিমধ্যেই সরব হয়েছেন নেটিজেনরা। অভিযোগ থাকলে কেন তা খতিয়ে দেখা হল না সে প্রশ্নও উঠছে। প্রতিবন্ধী বলেই যুবককে এমন হেনস্তার শিকার হতে হল বলেও পাল্টা অভিযোগ তুলছেন অনেকে।
#WATCH Specially abled man thrashed by Railway Police in Balasore(Odisha) for allegedly stealing a mobile phone (3.1.17) pic.twitter.com/niiqNo3gAV
— ANI (@ANI_news) January 8, 2017
আরও পড়ুন-
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.