Advertisement
Advertisement

Breaking News

পুজোয় রেলযাত্রীদের জন্য ‘স্পেশাল’ মেনু

পুজোর দিনগুলিতে মেনুতে পুজো-পুজো গন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

special menu at rajdhani express on durga puja

ফাইল ছবি

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 2, 2016 9:32 am
  • Updated:October 2, 2016 10:14 am  

সুব্রত বিশ্বাস: পুজো মানেই দিন কয়েক জীবনের ভোল বদল৷ তা সে পোশাকই হোক বা খাবার কিংবা জীবনশৈলী৷ বদল সবখানেতেই৷ আর এজন্য পুজোর সময় ট্রেন যাত্রীদের খাবারের মেনুতেও বদল ঘটাচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড টুরিজম কর্পোরেশন৷

কর্পোরেশনের পূর্বাঞ্চলের গ্রুপ জেনারেল ম্যানেজার দেবাশিস চন্দ্র জানান, পুজোর দিনগুলিতে মেনুতে পুজো-পুজো গন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ বাঙালির মহাপুজো তাই খাবারে বাঙালিওয়ানার স্বাদ রাখা হবে৷ হাওড়া-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, শিয়ালদহ-নিউ দিল্লি দুরন্ত, শিয়ালদহ-পুরী দুরন্ত, হাওড়া-মুম্বই দুরন্ত, হাওড়া-পুনে দুরন্ত, হাওড়া-দিঘা এসি সুপার ফাস্ট এক্সপ্রেস-সহ আইআরসিটিসি নিয়ন্ত্রিত ক্যাটারিং ব্যবস্থার ট্রেনগুলিতে এই মেনুর পরিবর্তন ঘটবে৷

Advertisement

সপ্তমী, অষ্টমী ও নবমী তিনদিনই মেনুর বদল ঘটবে৷ তবে ষষ্ঠী থেকে দশমী পর্যন্তও এই বদল ঘটতে পারে৷ লাঞ্চ ও ডিনার সবেতেই বদলাবে মেনু৷ নারকেল কোরা দিয়ে ছোলার ডাল, মুগডাল ভাজা করে তৈরি, ছানার কোপ্তা, পোলাও সঙ্গে সামঞ্জস্য রেখে চিকেন ও মাছের ঝোল৷ প্যান্ট্রিকারে অবশ্য এই খাবার তৈরি হবে না৷ খাবার যাবে হাওড়া ও শিয়ালদহের বেস কিচেন থেকে৷

খাবারের মেনু পরিবর্তনেই সার্বিকভাবে পুজোর আনন্দ মেটাতে চায় রেল৷ ট্রেনে ওঠা থেকে নামা পর্যন্ত প্রতিটি মুহূর্তেই যেন যাত্রীদের মনে পড়ে মর্ত্যে দেবী দূর্গার আগমন ঘটেছে, সেই মতো বেশ কিছু আয়োজনও থাকছে পুজো সংক্রান্ত বিষয়ে৷ যেমন পুজোর থিমের উপর সংগীত, পুজোর লেখা সম্বলিত পত্রিকা, থাকবে দেবীর অবয়বের প্রতিমূর্তিও৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement