Advertisement
Advertisement

Breaking News

নিরাপত্তায় মোড়া অমরনাথ যাত্রা, তৈরি হচ্ছে সেনার মোটরসাইকেল স্কোয়াড

কী কী নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে?

Special CRPF motorcycle squad deployed to secure Amarnath Yatra
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 26, 2018 9:38 am
  • Updated:December 1, 2020 3:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর্যটক ও তীর্থযাত্রীদের সুরক্ষার জন্য এবার বিশেষ ব্যবস্থা নিল সিআরপিএফ। ২৮ জুন থেকে শুরু হবে অমরনাথ যাত্রা। তারপর থেকে ৬০ দিন তীর্থযাত্রীরা অমরনাথের শিবলিঙ্গ দর্শন ও পূণ্যার্জন করতে যাবেন। তাঁদের সুরক্ষার জন্য কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে যাত্রাপথ। নিরাপত্তা আরও জোরদার করতে সিআরপিএফ একটি বিশেষ স্কোয়াড গঠন করেছে।

সিআরপিএফের মুখপাত্র জানিয়েছেন, তীর্থযাত্রীদের নিরাপত্তার স্বার্থে একটি বিশেষ মোটরসাইকেল স্কোয়াড গঠন করা হয়েছে। সেটি একজনের হাতেই থাকবে। তিনিই স্কোয়াডের সমস্ত কাজকর্ম নিয়ন্ত্রণ করবেন। তীর্থযাত্রীদের যাত্রাপথ ও অন্যান্য কয়েকটি জায়গায় তাদের মোতায়েন করা হবে। জঙ্গিদের থেকে ক্রমাগত হুমকি পাওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

Advertisement

এবার মাদাম তুসোর মিউজিয়ামে ঠাঁই পেলেন বাবা রামদেব, আপ্লুত যোগগুরু ]

সরকারি সূত্রে খবর, এর জন্য একটি বিশেষ কন্ট্রোল রুম তৈরি করা হবে। সেনা ছাড়াও অন্য নিরাপত্তা সংস্থাও এর মাধ্যমে অমরনাথের যাত্রাপথে কড়া নজর রাখবে। যে গাড়িগুলি অমরনাথ যাবে, তার প্রতিটির গায়ে RF ট্যাগ লাগানো হবে। এই ট্যাগে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থাকবে। ফলে গাড়িগুলির উপর নজর রাখতে সুবিধা হবে জওয়ানদের। যদি গাড়িগুলির সঙ্গে কিছু জুড়ে দেওয়া হয়, তবে জওয়ানদের ব়্যাডারে তা ধরা পড়বে। জম্মু ও কাশ্মীর পুলিশ, আধাসেনা ও ভারতীয় সেনার মধ্যে যোগাযোগ রাখার জন্য একটি জয়েন্ট কন্ট্রোল রুম গঠন করা হবে।

ফের নীতি পুলিশের দাদাগিরি! সম্পর্ক রাখার অপরাধে মহিলার মাথা মুড়িয়ে শাস্তি ]

এবছর অমরনাথ তীর্থযাত্রীদের নিরাপত্তার জন্য গোটা রাস্তাতেই থাকবেন নিরাপত্তারক্ষীরা। এর জন্য প্রায় ৪০ হাজার নিরাপত্তারক্ষী নিয়োগ করা হয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশ, জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তর ও সেনার মধ্যে থেকে তাদের বেছে নেওয়া হয়েছে। সমস্ত তীর্থযাত্রীদের স্যাটেলাইটের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। জায়গায় জায়গায় বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। থাকছে বুলেটপ্রুফ বাঙ্কার ও ডগ স্কোয়াড। এছাড়া বসানো হয়েছে ব়্যাডার। এটি প্রতি দু’ঘণ্টা অন্তর কন্ট্রোল রুমে পরিস্থিতির আপডেট দেবে।

কাশ্মীরে এখন প্রায় ২০০ জঙ্গি রয়েছে বলে জানতে পেরেছে ভারতীয় সেনা। আমরনাথ তীর্থযাত্রীদের উপর হামলা করা তাদের অন্যতম লক্ষ্য হতে পারে বলে মনে করা হচ্ছে। সেই কারণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলে সেনা সূত্রে জানানো হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement