Advertisement
Advertisement
মহুয়া মৈত্র

সংসদে মহুয়ার বক্তব্যের অপব্যখ্যা, সংবাদমাধ্যমের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস খারিজ

রচনা চুরি করে সংসদে বলেছেন মহুয়া, প্রতিবেদনে এই অভিযোগ তোলে জি নিউজ৷

Speaker of LokSabha disallows the priviledge motion by Mohua Moitra
Published by: Sucheta Sengupta
  • Posted:July 4, 2019 6:01 pm
  • Updated:July 4, 2019 6:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের আনা স্বাধিকার ভঙ্গের প্রস্তাব খারিজ করে দিলেন লোকসভার স্পিকার৷ সংসদে প্রথমবার পা দিয়ে প্রথম বক্তৃতায় দলমত নির্বিশেষে সকলকে মুগ্ধ করেছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র৷ কিন্তু জি নিউজের মতো সর্বভারতীয় একটি সংবাদমাধ্যম অভিযোগ তুলেছিল, তাঁর বক্তব্যের অধিকাংশ অংশই চুরি করা৷

[আরও পড়ুন: মৃত্যুর আগে মা-বাবাকে হোয়াটসঅ্যাপে মেসেজ, দিল্লিতে যুবকের মৃত্যু ঘিরে রহস্য]

আর এর বিরোধিতা করেই বুধবার জি নিউজ এবং তার সম্পাদক সুধীর চৌধুরির বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনেন মহুয়া মৈত্র৷ স্পিকারকে তিনি বলেন, ‘মহাশয়, ২২৫ নং আইন অনুযায়ী, আমি জি টিভি এবং তার সম্পাদক সুধীর চৌধুরির বিরুদ্ধে আমার বিরুদ্ধে মিথ্যে বলার জন্য স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনছি৷’ এদিন তিনি সাংবাদিকদের বিরুদ্ধেও অভিযোগ করেন৷

Advertisement

মার্টিন লংম্যান নামে এক ব্যক্তির রচনা থেকে চুরি করে সংসদে বক্তব্য রেখেছিলেন মহুয়া মৈত্র, নিজেদের প্রতিবেদনে এই অভিযোগ তুলেছিল জি নিউজ কর্তৃপক্ষ৷ তাঁদের তোপ দেগে মহুয়া বলেছেন, ‘যাঁর রচনা চুরি করার অভিযোগ আপনারা তুলেছিলেন, সেই মার্টিন লংম্যান নিজে কী লিখেছেন, দেখুন৷’ স্পিকারের কাছে স্বাধিকার ভঙ্গের নোটিসের পাশাপাশি তিনি একটি বিবৃতিও জারি করেন৷

[আরও পড়ুন: আগামী অর্থবর্ষে বৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ শতাংশ, বাজেটের আগে আর্থিক সমীক্ষা মোদি সরকারের]

ওই দিন সংসদে বিজেপিকে বিঁধতে মহুয়ার বক্তৃতায় উঠে এসেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের হলোকাস্ট মিউজিয়ামের উল্লেখ৷ ২০১৭ সালে আমেরিকার হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়ামে একটি তালিকা প্রকাশিত হয়েছে৷ যার মধ্যে ফ্যাসিজমের আগাম লক্ষ্যণগুলি রয়েছে বলে তিনি উল্লেখ করেছিলেন৷ আর এটি উল্লেখ করে তিনি বলতে চেয়েছেন, নব্য ফ্যাসিজম আজকের পৃথিবীর বিপদ বাড়াচ্ছে৷ জি নিউজের দাবি ছিল, এই অংশটি মার্টিন লংম্যানের লেখা৷ তার বিরোধিতা করে তৃণমূল সাংসদের পাশে লংম্যান নিজে দাঁড়ালেও স্পিকার এই অভিযোগ গুরুত্ব দেননি৷ বুধবার তা খারিজ করে দিয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement