Advertisement
Advertisement

মুলায়মের ফর্মুলা ফেল, মঞ্চেই হাতাহাতি অখিলেশ-শিবপালের

যাদব সংসারের মুষল পর্বে ইতি পড়ল না৷ একরকম ব্যর্থই হল মুলায়মের মধ্যস্থতা৷

Spat between Akhilesh and Shibpal Continues as Mulayam fails to control damage
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 24, 2016 1:31 pm
  • Updated:October 27, 2020 1:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাদব সংসারের মুষল পর্বে ইতি পড়ল না৷ একরকম ব্যর্থই হল মুলায়মের মধ্যস্থতা৷ অনেক চেষ্টা করেও দলের অন্দরে শান্তি ফেরাতে পারলেন না তিনি৷ দলীয় বৈঠকের মঞ্চে প্রকাশ্যেই হাতাহাতিতে জড়ালেন অখিলেশ-শিবপাল৷

রবিবার নিজের মন্ত্রিসভা থেকে কাকাকে ছেঁটেছিলেন অখিলেশ৷ বেশ কিছুদিন ধরে যে অশান্তি চলছিল সপার অন্দরে, তারই চূড়ান্ত পরিণতি ছিল এই সিদ্ধান্ত৷ নির্বাচনের মুখে এই সিদ্ধান্তে যে দলে বড়সড় ভাঙন ধরতে পারে, তা বুঝতে অসুবিধা হয়নি মুলায়মের৷ সোমবার সংকট মেটাতে সকলকে নিয়ে দলীয় বৈঠক করেন তিনি৷ বাবার ধমকে রীতিমতো কাঁদো কাঁদো হয়ে যান অখিলেশ৷ নতুন দল তৈরি করার গুজব উড়িয়ে দিয়ে তিনি জানান, দলই তাঁকে এতদূর এনেছে৷ দল ছেড়ে তিনি কোথাও যাচ্ছেন না৷ নতুন দল তৈরির কোনও প্রশ্নই তাই নেই৷ একই সঙ্গে মুলায়মের সিদ্ধান্ত যে তিনি মেনে নেবেন সে ব্যাপারেও সম্মতি দেন৷ গতকালই অখিলেশে ঘনিষ্টমহল জানিয়েছিল, অমর সিংয়ের কাছের কোনও লোককে মন্ত্রিসভায় রাখতে তীব্র আপত্তি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর৷ তবে এদিনের বৈঠকে মুলায়ম সাফ জানিয়ে দেন, শিবপাল ও অমর সিংকে তিনি দল থেকে বরখাস্ত করবেন না৷ ছেলেকে ঝামেলা মিটিয়ে নিতে হুকুম দেন তিনি৷ অমর সিংকে নিজের ভাই বলে সম্বোধন করে তিনি বলেন, অমর সিংয়ের সমস্ত দোষ তিনি ক্ষমা করে দিচ্ছেন৷ আর এরপরই শিবপালকে আলিঙ্গন করে অখিলেশকে এই সংকটে ইতি টানার নির্দেশ দেন মুলায়ম৷

Advertisement

কিন্তু তাতেও কাজের কাজ কিছু হল না৷ অখিলেশ প্রকাশ্যেই আক্রমণ করেন শিবপালকে৷ তাঁর কাকা যে তাঁকে ঔরঙ্গজেবের সঙ্গে তুলনা করেছেন তাও জানান৷ আর এরপরই অখিলেশের মাইক্রোফোন কেড়ে নেন শিবপাল৷ উপস্থিত সমর্থকদের তিনি বলেন, মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন৷ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ হচ্ছে দেখে সভা ছেড়ে চলে যান ক্ষুব্ধ মুলায়ম৷ ফলে উত্তরপ্রদেশে সপার সংকট আপাতত জিইয়েই থাকল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement