Advertisement
Advertisement
Lok Sabha

লোকসভার আসন বাড়লে সুবিধা উত্তর ভারতের, ব্রাত্য হতে পারে দক্ষিণ? কী বলছে সরকার?

কবে লোকসভার আসন পুনর্বিন্যাস?

South will not suffer over delimitation, Say sources | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:September 20, 2023 5:54 pm
  • Updated:September 20, 2023 5:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভার (Lok Sabha) আসন সংখ্যা বাড়লে উত্তর ভারত ও দক্ষিণ ভারতের মধ্যে সামঞ্জস্য রাখা হবে। জনসংখ্যা বেশি হওয়ায় উত্তর ভারতে বেশি আসন বাড়বে, তুলনায় দক্ষিণ ভারতের কম, এই আশঙ্কা একেবারেই ঠিক নয়। এমনটাই খবর কেন্দ্রীয় সরকারি সূত্রের।

সব ঠিক থাকলে খুব তাড়াতাড়িই লোকসভার আসনের পুনর্বিন্যাস করবে কেন্দ্র। সংসদের নতুন ভবন উদ্বোধনের দিনই সেই ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কংগ্রেস তথা অন্য বিরোধীদের আশঙ্কা, ক্ষমতাকে ব্যবহার করে নিজেদের সুবিধামতো আসন পুনর্বিন্যাস করে নেবে বিজেপি। আসলে জনসংখ্যার ভিত্তিতে যদি নতুন আসন বণ্টন করা হয় তাহলে দক্ষিণ ভারত বা পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলির তুলনায় গোবলয়ের রাজ্যগুলিতে আসন সংখ্যা অনেক বেড়ে যাবে। কারণ গোবলয়ের রাজ্যগুলিতে আয়তনের তুলনায় জনসংখ্যা বেশি।

Advertisement

[আরও পড়ুন: রাষ্ট্রসংঘে হঠাৎ কাশ্মীর প্রসঙ্গ তুরস্কের প্রেসিডেন্টের মুখে!]

বিরোধীরা মনে করছে, বিহার, উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মতো রাজ্য যেখানে কিনা বিজেপি অত্যন্ত শক্তিশালী, সেখানে অনেক বাড়বে আসনসংখ্যা। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরলের (Kerala) মতো রাজ্যে তুলনায় লোকসভার আসন সংখ্যা বাড়বে অনেক কম। কারণ, এই রাজ্যগুলির জনসংখ্যার বৃদ্ধির হার দীর্ঘদিন ধরেই গোবলয়ের রাজ্যগুলির তুলনায় কম। অর্থাৎ সময়মতো জনসংখ্যা নিয়ন্ত্রণ করার পুরস্কারের বদলে ‘শাস্তি’ পাবে দক্ষিণের রাজ্যগুলি।

[আরও পড়ুন: ‘ভারতের নিন্দা করুন’, কানাডায় ‘মিশন খলিস্তান’ নিয়ে ট্রুডোর অনুরোধে ‘না’ আমেরিকার!]

কিন্তু কেন্দ্রীয় সরকারি সূত্র বলছে, বিরোধীদের এই আশঙ্কা একেবারেই ভুল। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, লোকসভার আসন পুনর্বিন্যাস হলে দক্ষিণ ভারতের রাজ্যগুলি যে জনসংখ্যা নিয়ন্ত্রণে ভাল কাজ করেছে, সেটা মাথায় রেখেই করা হবে। এই রাজ্যগুলির জনসংখ্যা উত্তরের রাজ্যগুলির তুলনায় কম হলেও তাদের ভুগতে হবে না। তবে, সরকারি সূত্রের খবর এ সবটাই হবে ২০২৪ লোকসভার পরে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement