Advertisement
Advertisement
All Women Parade

নারীশক্তির জয়গান, আগামী সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে শুধুমাত্র মহিলারা!

২০২৩ সালের সাধারণতন্ত্র দিবসে কুচকাওয়াজ অনুষ্ঠানে একাধিক নজির তৈরি হয়েছিল।

Sources say All-Women Parade on Republic Day 2024 | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:May 7, 2023 8:29 pm
  • Updated:May 7, 2023 8:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলা ক্ষমতায়নে জোর কেন্দ্রের। সামরিক বাহিনীতে বেড়েছে মহিলাদের অংশীদারিত্ব। যুদ্ধবিমানের পাইলটও হয়েছেন মেয়েরা। এমনকী, দিল্লির রাজপথে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিচ্ছেন মহিলা জওয়ানরা। ২০২৪ সালের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ (Republic Day 2024 Parade) নিয়ে বিশেষ পরিকল্পনা করেছে কেন্দ্রের মোদি সরকার।

কেন্দ্রীয় সূত্রে খবর, ২০২৪-এর সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেবেন শুধুমাত্র মহিলারা। কুচকাওয়াজ, ব্য়ান্ড এবং ট্যাবলো-সহ সাধারণতন্ত্র দিবসের অন্যান্য অনুষ্ঠানে অংশ নেবেন শুধুমাত্র মহিলারা। এমনই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। বিষয়টি সম্পর্কে স্বরাষ্ট্র, নগরোন্নয়ন ও সংস্কৃতি মন্ত্রককে জানানো হয়েছে। কীভাবে এই পরিকল্পনা বাস্তবায়িত হবে তা নিয়ে মতামত জানতে চেয়ে বিভিন্ন বাহিনীকে চিঠিও দেওয়া হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ঋদ্ধি-গিলের দাপট ও মোহিত ঝড়ে উড়ে গেল লখনউ, দুই ভাইয়ের লড়াইয়ে জয় হার্দিকের]

প্রসঙ্গত, ২০২৩ সালের সাধারণতন্ত্র দিবসে কুচকাওয়াজ অনুষ্ঠানে একাধিক নজির তৈরি হয়েছিল। বিএসএফের মহিলা উটবাহিনীও এই প্রথম কুচকাওয়াজে অংশ নিয়েছে। গত বছরই প্রথম বিএসএফের মহিলা উটবাহিনী তৈরি হয়েছিল রাজস্থান সীমান্তে। তবে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিয়েছে রাজস্থান ছাড়াও গুজরাট, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের মহিলারা। আর পরের বার ২৬ জানুয়ারির কুচকাওয়াজে দিল্লির রাজপথে ক্ষমতা প্রদর্শন করবেন মহিলারা। নারী ক্ষমতায়নের বার্তা দিয়ে রাজপথে কুচকাওয়াজ করবেন শুধুমাত্র মহিলারা।

[আরও পড়ুন: কুকুরছানা কোলে নিয়ে ট্রেডমিলে হাঁটছেন মমতা, ফিটনেসের সিক্রেট ফাঁস? দেখুন ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement