সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫০ ঘণ্টা ইডির জেরার মুখে রাহুল গান্ধী (Rahul Gandhi)। মঙ্গলবারও চলে ম্যারাথন জেরা পর্ব। রাত সাড়ে আটটা নাগাদ আধ ঘণ্টার বিরতি দেওয়া হয়েছিল তাঁকে। সূত্রের খবর, আপাতত ইডি দপ্তরে আর ডাক পড়বে না কংগ্রেসের প্রাক্তন সভাপতির। তবে ২৩ জুন ইডির মুখোমুখি হতে পারেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।
সোমবারের পর মঙ্গলবারও সকাল সাড়ে এগারোটা থেকে গভীর রাত পর্যন্ত জেরা করা হয় রাহুল গান্ধীকে। সূত্রের খবর, আজকের জেরা পর্ব ছিল খুবই গুরুত্বপূর্ণ। রাহুলের জবাবে সন্তুষ্ট ইডি। তাই আপাতত আর তাঁকে ডাকা হবে না বলেই খবর।
ন্যাশনাল হেরাল্ড মামলায় (National Herald Case) গত সপ্তাহে পর পর তিনদিন ইডি অফিসে হাজিরা দিয়েছিলেন রাহুল। প্রায় ৩০ ঘণ্টা জেরা করা হয় তাঁকে। মা সোনিয়া গান্ধীর অসুস্থতার কারণ দেখিয়ে মাঝে শুক্রবার জেরা থেকে বিরতি নিয়েছিলেন। সোমবার ইডির দপ্তরে হাজিরা দেন তিনি। মঙ্গলবারও প্রায় ১০ ঘণ্টার বেশি সময় জেরা করা হয় তাঁকে।
ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi) এবং রাহুলকে তলব করেছিল ইডি। প্রথমবার বিদেশে থাকার জন্য হাজিরা দিতে পারেননি তিনি। ইডির সমন পাঠানোর পরই করোনা আক্রান্ত হন কংগ্রেস সভানেত্রী। অসুস্থতার জেরে হাসপাতালে ভরতি হতে হয় তাঁকে। ফলে তিনি ইডির সমনে সাড়া দিতে পারেননি। সোমবার হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। তবে থাকতে হবে বিশ্রামে। ২৩ জুন তাঁকে হাজিরা দিতে বলেছে ইডি।
অভিযোগ, রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর মালিকানাধীন ‘ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড’ নামের একটি সংস্থা ২০১১ সালে ন্যাশনাল হেরাল্ড, কোয়াম-ই-আওয়াজ, এবং নবজীবন, এই তিনটি সংবাদপত্র ‘অ্যাসোসিয়েট জার্নালস লিমিটেডে’র কাছ থেকে অধিগ্রহণ করে। রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী একাই ওই সংস্থার ৭৬ শতাংশ শেয়ারের মালিক। বাকি দুই শেয়ার হোল্ডার হলেন প্রয়াত কংগ্রেস নেতা অস্কার ফার্নান্ডেজ এবং মতিলাল ভোরা (Motilal Bhora)। সুব্রহ্মণ্যম স্বামীর অভিযোগ ছিল, ওই অধিগ্রহণ নিয়ম মেনে হয়নি। ঘুরপথে মাত্র ৫০ লক্ষ টাকার বিনিময়ে ‘অ্যাসোসিয়েট জার্নালস লিমিটেডের’ কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়ে গিয়েছে কংগ্রেসের ফার্স্ট ফ্যামিলি পরিচালিত ‘ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড’। সেই মামলাতেই রাহুলকে জেরা করছে ইডি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.