সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পলাতক ধনকুবের মেহুল চোকসিকে দেশে ফেরানো আর সম্ভব নয়? ব্য়াংকের টাকা হাতিয়ে বাকি জীবন নিশ্চিন্তে কাটিয়ে দেবেন তিনি? ইন্টারপোলের লাল তালিকা থেকে হীরে ব্যবসায়ীর নাম বাদ পড়তেই এই প্রশ্ন মাথাচারা দিয়েছে। এ বিষয়ে মুখ খোলেনি সিবিআই-ইডি। তবে এ সংক্রান্ত এক চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে আনল সংবাদ সংস্থা এএনআই।
সংবাদ সংস্থাটির দাবি, ওয়াকিবহাল মহল জানিয়েছে, ইন্টারপোলের লাল তালিকা থেকে চোকসির নাম বাদ পড়ার কোনও প্রভাব পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আর্থিক তছরূপের মামলায় পড়বে না। কারণ, এই মামলাটি ইতিমধ্যে অনেক দূর এগিয়ে গিয়েছে। পাশাপাশি আরও জানানো হয়েছে যে ইন্টারপোলের লাল তালিকা থেকে তাঁর নাম বাদ যাওয়ার ফলে বিশ্বের যে কোনও দেশে যাতায়াত করতে পারেন চোকসি। তবে ভারতে আসতে পারবেন না তিনি। কারণ এদেশে তাঁর নামে একাধিক মামলা রয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.