Advertisement
Advertisement

Breaking News

Indian Navy

‘করোনা ও লালফৌজ, জোড়া চ্যালেঞ্জের মোকাবিলায় অবিচল আমরা’, চিনকে হুঁশিয়ারি নৌসেনা প্রধানের

চিনের গতিবিধির উপরে কড়া নজর রাখা হচ্ছে বলে জানান তিনি।

SOP ready to tackle any possible infringement by Chinese vessels, says Navy chief amid Ladakh standoff | Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:December 3, 2020 2:46 pm
  • Updated:December 3, 2020 2:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে কোভিড-১৯। অন্যদিকে চিন (China)। জোড়া চ্যালেঞ্জের মোকাবিলা করতে প্রস্তুত ভারতীয় নৌসেনা (Indian Navy)। জানিয়ে দিলেন নৌসেনা প্রধান অ্যাডমিরাল করমবীর সিং। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে রীতিমতো আত্মবিশ্বাসের সুরে তিনি জানালেন, এই প্রতিকূল পরিস্থিতিতেও নৌসেনা নিজেদের দায়িত্বে অবিচল রয়েছে। 

তাঁর কথায়, ‘‘কোভিড-১৯ তো রয়েছেই। তার উপর এই পরিস্থিতিতে উত্তর সীমান্তের স্থিতাবস্খা নষ্ট করতে চাইছে চিন। এই দুই চ্যালেঞ্জেরই মোকাবিলা করতে পুরোপুরি প্রস্তুত ভারতীয় নৌসেনা।’’ সেই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, ভারতীয় আর্মি ও বায়ুসেনার সঙ্গে মিলে তাঁরা কড়া নজরদারি চালাচ্ছেন চিনের গতিবিধির উপরে। তিনি জানিয়েছেন, ‘‘আর্মি ও বায়ুসেনার সঙ্গে পরামর্শ করে পি-৮আই বিমান মোতায়েন করে রাখা হয়েছে। তাছাড়া উত্তর সীমান্তে ড্রোনের সাহায্যেও নজরদারি চালানো হচ্ছে।’’

Advertisement

[আরও পড়ুন: গুরুত্ব হারাচ্ছেন প্রধানমন্ত্রী! করোনার টিকাকরণ নিয়ে কেন্দ্রের ‘ভোলবদল’কে তোপ রাহুলের]

এখনও পর্যন্ত ভারত মহাসাগর অঞ্চলে তিনটি চিনা রণতরী লক্ষ করা গিয়েছে বলে জানান নৌসেনা প্রধান। তিনি জানিয়েছেন, ২০০৮ সাল থেকেই জলদস্যু দমনের নামে চিনের তিনটি জাহাজকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে ওই অঞ্চলে। যদি লালফৌজ কোনওভাবে সীমান্ত লঙ্ঘন করতে চায় তবে তাদের মোকাবিলার জন্য নৌসেনা তৈরি রয়েছে। পাশাপাশি শত্রুপক্ষের ড্রোন ধ্বংসের জন্য স্ম্যাশ-২০০০ রাইফেল ব্যবহার করার কথা জানান তিনি। সমুদ্রে অপ্রতিরোধ্য হয়ে উঠতে গেলে যে বায়ুসেনার শক্তিও পুরোমাত্রায় প্রয়োজন তাও পরিষ্কার করে দিয়েছেন নৌসেনা প্রধান।

প্রসঙ্গত, গত মে মাসে পূর্ব লাদাখে চিনা আগ্রাসনের পর থেকে দু’দেশের মধ্যে তৈরি হওয়া উত্তেজনা এখনও বজায় রয়েছে। এপর্যন্ত আট দফা বৈঠক হলেও মেলেনি রফাসূত্র। বাড়তে থাকা এই উত্তেজনার মধ্যেই বুধবার নৌসেনার ভাইস অ্যাডমিরাল একে চাওলা রীতিমতো চড়া সুরে জানিয়ে্ছেন, ‘‘আমি মনে করি না, সমুদ্রে ভারতকে কোনও রকম ভাবে কেউ উত্যক্ত করতে চাইবে। আমরা প্রস্তুত রয়েছি।’’

[আরও পড়ুন: হিন্দুত্বে ভরসা নেই! কেরলের স্থানীয় নির্বাচনে মুসলিম ও খ্রিস্টানদের সামনে রেখে লড়ছে বিজেপি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement