সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আধার কার্ড দেখালে তবে মিলবে বিমানে চড়ার অনুমতি? কেন্দ্রের এক নির্দেশ এই জল্পনা উসকে দিয়েছে৷ সম্প্রতি দেশের সব বিমানবন্দরে যাত্রীদের জন্য আধারের ভিত্তিতে বায়োমেট্রিক তৈরির উদ্যোগ নিয়েছে কেন্দ্র৷ ইতিমধ্যেই এই প্রক্রিয়ার জন্য তথ্যপ্রযুক্তি সংস্থা উইপ্রোর সঙ্গে কথা হয়েছে সরকারের৷
উইপ্রোকে এই প্রকল্পের ব্লু-প্রিন্ট তৈরির নির্দেশ দিয়েছে সরকার৷ মে মাসের শুরুতেই সংস্থাটি তাদের রিপোর্ট জমা দেবে৷ প্রকল্প চালু হলে আধার নম্বর দিয়ে বিমানের টিকিট বুকিং করতে হবে৷ বিমানবন্দরে অন্তর্দেশীয় বিমানের যাত্রীদের বুড়ো আঙুলের ছাপ দিয়ে পরিচয়ের প্রমাণ দিতে হবে৷ বিদেশি যাত্রীদের পাসপোর্ট দেখিয়েই পরিচয়পত্রের প্রমাণ দিতে হবে৷
এর পাশাপাশি, ফিন্যান্স অ্যাক্ট ২০১৭ মোতাবেক আয়কর জমা দেওয়ার ক্ষেত্রেও এবার আধার কার্ড বাধ্যতামূলক করা হচ্ছে। জুলাই থেকে প্যান কার্ড পেতেও বাধ্যতামূলক হচ্ছে আধার। একটি পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে দেশে ২৫ কোটি মানুষের প্যান কার্ড রয়েছে। অন্যদিকে, ১১১ কোটি মানুষের কাছে আধার কার্ড রয়েছে। এছাড়া ড্রাইভিং লাইসেন্স, সিম কার্ড পেতে ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতেও বর্তমানে আধার বাধ্যতামূলক করা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.