Advertisement
Advertisement

জানেন, দেশের কোন স্টেশনের নাম ‘হ্যাপিনেস জংশন’?

শুক্রবার রেলমন্ত্রকের তরফে টুইট করে জানানো হল, বিহারের সোনপুর স্টেশনকে ঢেলে সাজানো হবে৷

Sonpur Station has become the first ‘Happiness Junction’ in India
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 22, 2016 7:56 pm
  • Updated:October 22, 2016 7:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলতে পারেন, দেশের কোন স্টেশনের নাম ‘হ্যাপিনেস জংশন’? শুনে নতুন মনে হচ্ছে? এ দেশে এমন নামের স্টেশনের সঙ্গে এখনও নিশ্চয়ই পরিচয় ঘটেনি৷ এবার ঘটবে৷ কারণ ভারতে প্রথমবার তৈরি হচ্ছে ‘হ্যাপিনেস জংশন’৷ যে স্টেশনের পরতে পরতে লুকিয়ে থাকবে আনন্দ ও নস্ট্যালজিয়া৷

শুক্রবার রেলমন্ত্রকের তরফে টুইট করে জানানো হল, বিহারের সোনপুর স্টেশনকে ঢেলে সাজানো হবে৷ এবং সেটিই দেশের প্রথম ‘হ্যাপিনেস জংশন’ হিসেবে স্বীকৃতি পাবে৷ কীভাবে এই স্টেশনে পা রাখলেই মন ভাল হয়ে যাবে? একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, সোনপুরের প্ল্যাটফর্মে সময় কাটানোর জন্য ছোট থেকে বড় সবার জন্যই নানা ধরনের মনোরঞ্জনের ব্যবস্থা থাকবে৷ বাচ্চাদের খেলার জায়গা থেকে বইয়ের ক্যাফে, খবরের কাগজের দোকান-সহ মন ভাল করার অনেক পথই খোলা পাবেন অপেক্ষারত যাত্রীরা৷ এখানেই শেষ নয়৷ প্ল্যাটফর্মে বসে যাত্রীরা সমাজসেবা করার সুযোগও পাবেন৷ তার জন্য থাকবে ‘গুডউইল ওয়ালও’৷ এই জায়গায় যাত্রীরা নিজেদের অপ্রয়োজনীয় জিনিস যেমন বই, পেনসিল, জামাকাপড় পিছিয়ে পড়া মানুষদের জন্য রেখে যেতে পারবেন অনায়াসে৷ স্টেশন কর্তৃপক্ষই সঠিক স্থানে সেসব জিনিস পৌঁছে দেবে৷

Advertisement

স্টেশনে বসে ট্রেনের অপেক্ষা করার একঘেয়েমি কাটাতে ইতিমধ্যেই দেশের অনেক স্টেশনে চালু হয়ে গিয়েছে ওয়াই-ফাই পরিষেবা৷ এবার আরও একধাপ এগিয়ে গেল সোনপুর৷ যা খুব তাড়াতাড়ি নাম বদলে পরিচিত পাবে ‘হ্যাপিনেস জংশন’ হিসেবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement