Advertisement
Advertisement
Sonia Gandhi

‘পরিস্থিতি আমাদের অনুকূলে, আত্মতুষ্টিতে ভুগলে চলবে না’, দলকে বার্তা সোনিয়ার

কংগ্রেসের বৈঠকে এভাবেই আগামির পথ চলার দিকনির্দেশ করলেন সোনিয়া।

Sonia Gandhi warns Congress leaders against complacency
Published by: Biswadip Dey
  • Posted:July 31, 2024 12:10 pm
  • Updated:July 31, 2024 12:10 pm  

সোমনাথ রায়, নয়াদিল্লি: এবছরই মহারাষ্ট্র, হরিয়ানা-সহ চার রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে দলকে আত্মতুষ্টিতে ভুগতে বারণ করলেন কংগ্রেস (Congress) নেত্রী সোনিয়া গান্ধী। তাঁর স্পষ্ট বার্তা, ”পরিস্থিতি আমাদের অনুকূলে। কিন্তু আত্মতুষ্ট হলে চলবে না।” বুধবার কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকে এভাবেই আগামির পথ চলার দিকনির্দেশ করলেন সোনিয়া (Sonia Gandhi)।

এবারের লোকসভা নির্বাচনে গত দুবারের থেকে অনেক ভালো করেছে কংগ্রেস। আসনসংখ্যা গতবারের তুলনায় দ্বিগুণের কাছাকাছি পৌঁছেছে। এই পরিস্থিতিতে সেই পারফরম্যান্সের রেশ বজায় রেখে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা দিলেন সোনিয়া। তাঁকে বলতে শোনা যায়, ”আগামী কয়েকমাসের মধ্যেই চার রাজ্যে নির্বাচন। লোকসভা নির্বাচন থেকে গতি ও সদিচ্ছা আমরা অর্জন করেছি তা বজায় রাখতে হবে। আমরা যেন কখনওই আত্মতুষ্ট হয়ে না পড়ি। পরিস্থিতি আমাদের অনুকূলে রয়েছে। কিন্তু আমাদের এককাট্টা হয়ে কাজ করতে হবে। আমি বলতে পারি, আমরা যদি ভালো ফল করি, লোকসভার পারফরম্যান্সকেই প্রতিফলিত করতে পারি, তাহলে জাতীয় রাজনীতির রংই বদলে যাবে।”

Advertisement

[আরও পড়ুন: তেহরানে খতম হামাস প্রধান ইসমাইল! পিছনে কি ইজরায়েল? ঘনাচ্ছে রহস্য]

পাশাপাশি বিজেপি ও আরএসএসের সমালোচনাও করতে দেখা যায় তাঁকে। সোনিয়ার কথায়, ”আমাদের আশা ছিল, মোদি সরকার লোকসভা নির্বাচনের ব্যর্থতা থেকে শিক্ষা নেবে। কিন্তু তার পরিবর্তে, ওরা সম্প্রদায়গুলিকে বিভক্ত করার এবং ভয় ও শত্রুতার পরিবেশ তৈরির নীতিতে অটল রয়েছে। সৌভাগ্যবশত সুপ্রিম কোর্ট সঠিক সময়ে হস্তক্ষেপ করেছে। কিন্তু এটা একেবারেই সাময়িক সমাধান। আরএসএসের কর্মকাণ্ডে আমলাতন্ত্রকে অংশগ্রহণের অনুমতি দেওয়ার জন্য হঠাৎ নিয়ম কীভাবে পরিবর্তন করা হয়েছে সেটা দেখুন। ওরা নিজেদের সাংস্কৃতিক সংগঠন বলে। কিন্তু গোটা বিশ্ব জানে আরএসএস বিজেপির রাজনৈতিক ও আদর্শগত ভিত্তি।”

প্রসঙ্গত, এবার লোকসভার অধিবেশনে রীতিমতো আক্রমণাত্মক ভঙ্গিতে বিজেপিকে আক্রমণ করেছে কংগ্রেস-সহ বিরোধীরা। যেহেতু গত দুবারের থেকে এবার বিরোধী সাংসদদের সংখ্যা বেশি, তাই চাপে পড়তে হয়েছে এনডিএকে। এই পরিস্থিতিতে সোনিয়া তাঁর দলকে নির্দেশ দিলেন ঐক্যবদ্ধ হয়ে লড়াই চালানোর।

[আরও পড়ুন: তিনদিনের সফরে ভারতে ভিয়েতনামের প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে করবেন দ্বিপাক্ষিক বৈঠক]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement