Advertisement
Advertisement

Breaking News

Sonia Gandhi

ফের অসুস্থ সোনিয়া গান্ধী, যোগ দিতে পারছেন না কংগ্রেসের নব সত্যাগ্রহে, যাচ্ছেন না প্রিয়াঙ্কাও

বেশ কিছুদিন ধরেই অসুস্থ ৭৮ বছরের সোনিয়া।

Sonia Gandhi to skip CWC meeting, Priyanka Gandhi miss it too

ফাইল ছবি

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:December 26, 2024 4:01 pm
  • Updated:December 26, 2024 7:41 pm  

নন্দিতা রায়, নয়াদিল্লি: ফের অসুস্থ কংগ্রেসের সংসদীয় দলনেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi)! দেখভালের জন্য মায়ের কাছে রয়েছেন নবনির্বাচিত সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। যে কারণে তাঁরা যোগ দিতে পারছেন না কর্নাটকে অনুষ্ঠিত কংগ্রেসের নব সত্যাগ্রহ বৈঠকে। 

বেশ কিছুদিন ধরেই অসুস্থ ৭৮ বছরের সোনিয়া। বিভিন্ন শারীরিক সমস্যার চিকিৎসা করাচ্ছেন তিনি। দুবার কোভিডেও আক্রান্ত হয়েছেন তিনি। কোভিড থেকে সেরে উঠলেও নানা শারীরিক জটিলতায় ভুগতে হচ্ছে প্রাক্তন কংগ্রেস সভানেত্রীকে। সূত্রের খবর, আজ বৃহস্পতিবারও অসুস্থ হয়ে পড়েন সোনিয়া। তবে তাঁর ঠিক কী হয়েছে সেটা এখনও জানা যায়নি। অসুস্থতার খবর পেয়ে মায়ের কাছেই থেকে গিয়েছেন প্রিয়াঙ্কা। যে কারণে নব সত্যাগ্রহ বৈঠকে কংগ্রেসের শীর্ষস্থানীয় দুই নেতাই থাকতে পারছেন না নব সত্যাগ্রহ কর্মসূচিতে।

Advertisement

প্রসঙ্গত, আজ থেকে কর্নাটকের বেলগাভিতে শুরু হয়েছে কংগ্রেসের দুদিনের বর্ধিত কর্মসমিতির বৈঠক। ঠিক ১০০ বছর আগে প্রথম ও শেষবার বেলগাভিতেই কংগ্রেস সভাপতির ভার গ্রহণ করেছিলেন মহাত্মা গান্ধী। এখান থেকেই ডাক দেওয়া দিয়েছিলেন সত্যাগ্রহের। সেই ঐতিহাসিক ঘটনার শতবর্ষে বৈঠকের নাম রাখা হয়েছে নব সত্যাগ্রহ বৈঠক। এছাড়া ১৯২৪ সালের ২৬ ডিসেম্বর বেলগাভিতেই প্রতিষ্ঠা হয় কংগ্রেস সেবাদলও।

জানা গিয়েছে, এই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে কর্মসমিতির সদস্য ছাড়াও কেন্দ্রীয় নির্বাচন কমিটির সদস্য, প্রদেশ সভাপতি, পরিষদীয় দলনেতা, প্রাক্তন মুখ্যমন্ত্রী, সংসদীয় কমিটির পদাধিকারী-সহ মোট ২০০ কংগ্রেস নেতার। আগামীকাল ২৭ ডিসেম্বর হবে জয় বাপু, জয় ভীম, জয় সংবিধান র‍্যালি। এই পদযাত্রায় উপস্থিত থাকবেন সব সাংসদরাও। উদয়পুরের চিন্তন শিবিরে যেমন ভারত জোড়ো যাত্রার সিদ্ধান্ত হয়েছিল এবং তিন মাসের মধ্যে তা বাস্তবায়িত হয়েছিল, তেমনই ‘গুরুত্বপূর্ণ’ কোনও সিদ্ধান্ত হতে পারে এবারও। অর্থনৈতিক বৈষম্য দূর করা, সংবিধান রক্ষা-সহ আগামী এক বছর কংগ্রেসের কর্মসূচি কী কী হবে, তা ঠিক হবে এই বৈঠকে।

সূত্রের খবর, সংবিধান প্রণেতা আম্বেদকর সম্পর্কে সংসদে যে মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেই বিতর্ক এত সহজে থামাতে নারাজ কংগ্রেস। কর্নাটকের বৈঠক থেকেও এই বিষয়ে কোনও কর্মসূচি ঘোষণা হতে পারে। আবার এক শতাব্দী আগে যেভাবে ব্রিটিশদের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল, বিজেপি শাসিত বর্তমান কেন্দ্র সরকারের বিরুদ্ধেও তেমন কোনও কর্মসূচির ডাক দিতে পারে দেশের প্রাচীনতম রাজনৈতিক দল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement