Advertisement
Advertisement

Breaking News

Sonia Gandhi

রাজ্যসভার সাংসদ হিসেবে শপথগ্রহণ সোনিয়ার, মজলেন শমীকের বোনের শাড়িতে

এদিন সোনিয়া, শমীক-সহ ১৪ জন শপথ নিলেন নতুন সংসদ ভবনের অন্দরে।

Sonia Gandhi takes oath as Rajya Sabha member
Published by: Biswadip Dey
  • Posted:April 4, 2024 10:38 pm
  • Updated:April 4, 2024 10:39 pm  

নন্দিতা রায়, নয়াদিল্লি: রাজনীতিতে আসার পরে দীর্ঘ ২৫ বছর তিনি ছিলেন লোকসভার সাংসদ। এবারই প্রথম রাজ্যসভায় পা রাখতে চলেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। বৃহস্পতিবার শপথগ্রহণ করলেন তিনি। তাঁরই সঙ্গে শপথ নিলেন বিজেপির শমীক ভট্টাচার্যও। আর এই অনুষ্ঠানে বিজেপি সাংসদের বোনের শাড়িতে মজলেন বর্ষীয়ান নেত্রী।

ঘিয়ে রঙের উপরে সুতোর কাজ করা অসম সিল্কের শাড়ি পরে এসেছিলেন শমীকের (Samik Bhattacharya) তুতো বোন সুদীপ্তি চট্টোপাধ্যায়। তাঁর পাশেই বসেছিলেন সোনিয়া কন্যা প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। প্রিয়াঙ্কাই সুদীপ্তিকে জানান, তাঁর শাড়ির প্রশংসা করেছেন মা। স্বাভাবিক ভাবেই আপ্লুত সুদীপ্তি। প্রসঙ্গত, সোনিয়ার পরনের শাড়িও সবসময় চোখে পড়ার মতোই। শাশুড়ি ইন্দিরার ঢঙেই দেশের বিভিন্ন প্রদেশের ট্র্যাডিশনাল শাড়িই পরতে দেখা যায় তাঁকে। এদিন সুদীপ্তির শাড়িতে তাঁর মুগ্ধতা যেন নতুন করে পরিষ্কার করে দিল সেই শাড়িপ্রীতির দিকটাই।

Advertisement

[আরও পড়ুন: মাটি খুঁড়তেই মুঘল আমলের রুপোর মুদ্রা! সংগ্রহ করতে হুড়োহুড়ি গ্রামবাসীদের]

প্রসঙ্গত, এদিন নতুন সংসদ ভবনের অন্দরে উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের দপ্তরে রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেন সোনিয়া, শমীক-সহ ১৪ জন সাংসদ। তাঁদের শপথবাক্য পাঠ করিয়েছেন ধনকড়। দীর্ঘদিন লোকসভার সদস্য থাকার পরে সম্প্রতি শরীর অসুস্থ হওয়ার জন্য লোকসভা নির্বাচনে লড়বেন না বলেই সিদ্ধান্ত নিয়েছিলেন সোনিয়া। এর পরই রাজস্থান থেকে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ হয়েছেন তিনি।

এদিকে এদিন শপথ নেওয়ার পর সংসদ ভবনের বাইরে দাঁড়িয়ে বাংলার কথা সংসদে তুলে ধরতে চান বলে জানিয়েছেন শমীক। সেই সঙ্গে তৃণমূলকেও নিশানা করেছেন বিজেপি নেতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জয়রাম রমেশ, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল-সহ অনেকেই।

[আরও পড়ুন: বিষ্ণুপ্রসাদ ও জন বার্লা ‘কাঁটায়’ বিদ্ধ বিজেপি! কাল মোদির সভায় যাবেন মন্ত্রী?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement